চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় গত ২৪ জুন চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কিন্তু বহিষ্কারের ১০ দিন পরও বহিষ্কৃত দুই শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।
আজ বুধবার দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছেন বিভাগের দুই বহিষ্কৃত শিক্ষার্থী রাকিব হাসান ও ইমন আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ‘প্রশাসনিক ভবন থেকে বহিষ্কার সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি। তাই বহিষ্কারাদেশ না আসা পর্যন্ত দুই ছাত্রের পরীক্ষা দেওয়া বৈধ। তাই তাঁরা পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন।’
এদিকে বহিষ্কৃত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনা শুরু হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে বহিষ্কৃতরা একাডেমিক কার্যক্রমে সশরীরে ও অনলাইনে উপস্থিত না থাকা, আবাসিক হলে অবস্থান করতে পারবে না বলে উল্লেখ করা হয়। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে তা বাতিল হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত যে সভায় হয়েছিল, তার লিখিত আদেশ তৈরি হতে একটু দেরি হয়েছে। আমরা আজই এই সংক্রান্ত আদেশ বিভাগে পৌঁছে দিয়েছি। আর বহিষ্কারাদেশ বহিষ্কার করার দিন থেকে কার্যকর হয়। তাঁরা যে পরীক্ষায় অংশ নিয়েছে সেটা বাতিল হয়ে যাবে।’
প্রসঙ্গত, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার ১০ মাস পর গত ২৫ জুলাই ওই চারজনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ এবং রাকিব হাসান (আর এইচ রাজু)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় গত ২৪ জুন চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কিন্তু বহিষ্কারের ১০ দিন পরও বহিষ্কৃত দুই শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।
আজ বুধবার দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছেন বিভাগের দুই বহিষ্কৃত শিক্ষার্থী রাকিব হাসান ও ইমন আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ‘প্রশাসনিক ভবন থেকে বহিষ্কার সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি। তাই বহিষ্কারাদেশ না আসা পর্যন্ত দুই ছাত্রের পরীক্ষা দেওয়া বৈধ। তাই তাঁরা পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন।’
এদিকে বহিষ্কৃত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনা শুরু হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে বহিষ্কৃতরা একাডেমিক কার্যক্রমে সশরীরে ও অনলাইনে উপস্থিত না থাকা, আবাসিক হলে অবস্থান করতে পারবে না বলে উল্লেখ করা হয়। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে তা বাতিল হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত যে সভায় হয়েছিল, তার লিখিত আদেশ তৈরি হতে একটু দেরি হয়েছে। আমরা আজই এই সংক্রান্ত আদেশ বিভাগে পৌঁছে দিয়েছি। আর বহিষ্কারাদেশ বহিষ্কার করার দিন থেকে কার্যকর হয়। তাঁরা যে পরীক্ষায় অংশ নিয়েছে সেটা বাতিল হয়ে যাবে।’
প্রসঙ্গত, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার ১০ মাস পর গত ২৫ জুলাই ওই চারজনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ এবং রাকিব হাসান (আর এইচ রাজু)।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
১৬ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে