নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় একটি খালে পড়ে যান ষাটোর্ধ্ব এক নারী। গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন তিনি। আরও গভীরে তলিয়ে যাচ্ছিলেন। হাত উঁচু করে ইশারায় সাহায্য চাচ্ছিলেন। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির সেটি নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই নারীকে জীবিত উদ্ধার করেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কালুরঘাটে ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরির পেছনে উসমানিয়া খালে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও হাত শুধু খালের ময়লা পানি ও আবর্জনার ওপরে ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, ওই নারী খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে তিনি তাঁর নাম-ঠিকানা কিছুই জানাননি। তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘ওই নারীর শরীরের প্রায় পুরো অংশই কাদায় ডুবে ছিল। শুধু হাত দিয়ে ইশারায় তিনি বাঁচার জন্য সাহায্য চাচ্ছিলেন। আমাদের টিম কাদায় নেমে তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।’
ওই নারীকে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছে। বাসা থেকে বেরিয়ে তিনি খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করছেন বাহার উদ্দিন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আশপাশের লোকজন মনে করেছিলেন গাছের গুঁড়ি হয়তো। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন কল করে বিষয়টি আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই।’
বাহার উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর তাঁকে গোসল করানো হয়। আশপাশের লোকজন কেউ তাঁকে খালে পড়ে যেতে দেখেননি। খালে কালো পানি ও কাদায় ভর্তি। শুধু মাথা ওপরে ছিল। হয়তো নড়াচড়া করতে গিয়ে যখন আরও তলিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হাত নাড়েন। হাত নাড়া দেখেই স্থানীয় এক ব্যক্তি আমাদের খবর দেয়।’
এর আগে ৩০ জুন ষোলোশহরের চশমা হিল এলাকায় একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালকসহ দুজন। সবশেষ ২৮ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে সাদিয়ার (১৯) মরদেহ উদ্ধার করা হয়।
২০১৮ সালের ৯ জুন নগরীর আমিন জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় সাত বছরের এক শিশু।
নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় একটি খালে পড়ে যান ষাটোর্ধ্ব এক নারী। গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন তিনি। আরও গভীরে তলিয়ে যাচ্ছিলেন। হাত উঁচু করে ইশারায় সাহায্য চাচ্ছিলেন। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির সেটি নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই নারীকে জীবিত উদ্ধার করেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কালুরঘাটে ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরির পেছনে উসমানিয়া খালে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও হাত শুধু খালের ময়লা পানি ও আবর্জনার ওপরে ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, ওই নারী খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে তিনি তাঁর নাম-ঠিকানা কিছুই জানাননি। তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘ওই নারীর শরীরের প্রায় পুরো অংশই কাদায় ডুবে ছিল। শুধু হাত দিয়ে ইশারায় তিনি বাঁচার জন্য সাহায্য চাচ্ছিলেন। আমাদের টিম কাদায় নেমে তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।’
ওই নারীকে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছে। বাসা থেকে বেরিয়ে তিনি খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করছেন বাহার উদ্দিন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আশপাশের লোকজন মনে করেছিলেন গাছের গুঁড়ি হয়তো। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন কল করে বিষয়টি আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই।’
বাহার উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর তাঁকে গোসল করানো হয়। আশপাশের লোকজন কেউ তাঁকে খালে পড়ে যেতে দেখেননি। খালে কালো পানি ও কাদায় ভর্তি। শুধু মাথা ওপরে ছিল। হয়তো নড়াচড়া করতে গিয়ে যখন আরও তলিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হাত নাড়েন। হাত নাড়া দেখেই স্থানীয় এক ব্যক্তি আমাদের খবর দেয়।’
এর আগে ৩০ জুন ষোলোশহরের চশমা হিল এলাকায় একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালকসহ দুজন। সবশেষ ২৮ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে সাদিয়ার (১৯) মরদেহ উদ্ধার করা হয়।
২০১৮ সালের ৯ জুন নগরীর আমিন জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় সাত বছরের এক শিশু।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৪০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে