Ajker Patrika

চট্টগ্রামের কেইপিজেডে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
কেইপিজেড এলাকায় পাহাড়ের কাটা অংশ। ফাইল ছবি
কেইপিজেড এলাকায় পাহাড়ের কাটা অংশ। ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো স্থানীয় বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১১)। আহতরা হলো মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) ও আবুল কাশেমের ছেলে সিফাত (১১)। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডে অব্যাহত পাহাড় কাটার কারণে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এতে পাহাড়ের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা পাহাড়ের পাশে খেলা করতে গেলে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং আরও দুই শিশু আহত হয়। সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, ‘পাহাড়ে শিয়ালের গর্তে শিশুরা খেলা করার সময় হঠাৎ সেটি ধসে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত