রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাট্টলীর কিচিংছড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী।
নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। সেনা সূত্রে জানা গেছে, নিহত ম্রাঅং মারমা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।
এদিকে, ম্রাঅং মারমা নিজেদের দলের সদস্য কি না, তা নিশ্চিত করেনি ইউপিডিএফ। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে ইউপিডিএফ রাঙামাটির সমন্বয়ক সচল চাকমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লাশের গায়ে সেনাবাহিনীর পোশাক রয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, লংগদু সদর ইউনিয়নের কাট্টলীর কিচিংছড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে উভয় পক্ষের মধ্য গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নিহত হন।
লংগদু ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জগদীশ চাকমা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। লাশ নিতে কেউ না এলে বেওয়ারিশ হিসেবে সৎকার করা হবে।
রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাট্টলীর কিচিংছড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী।
নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। সেনা সূত্রে জানা গেছে, নিহত ম্রাঅং মারমা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।
এদিকে, ম্রাঅং মারমা নিজেদের দলের সদস্য কি না, তা নিশ্চিত করেনি ইউপিডিএফ। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে ইউপিডিএফ রাঙামাটির সমন্বয়ক সচল চাকমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লাশের গায়ে সেনাবাহিনীর পোশাক রয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, লংগদু সদর ইউনিয়নের কাট্টলীর কিচিংছড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে উভয় পক্ষের মধ্য গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নিহত হন।
লংগদু ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জগদীশ চাকমা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। লাশ নিতে কেউ না এলে বেওয়ারিশ হিসেবে সৎকার করা হবে।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩৬ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে