লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার পুলিশের উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে (আশরাফ উদ্দিন রাজন রাজু) প্রধান করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরঠিকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাঁকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গতকাল শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজুর কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাজুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার পুলিশের উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে (আশরাফ উদ্দিন রাজন রাজু) প্রধান করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরঠিকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাঁকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গতকাল শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজুর কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাজুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাঁচ সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১০ মিনিট আগেপাবনায় ক্রীড়া স্থাপনা থেকে জেলার দুই বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়া হয়েছে। ৬ মে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জেলা স্টেডিয়াম, পাবনা এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা সুইমিংপুল রাখা হয়েছে।
১৩ মিনিট আগেচট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ সেট পোশাক জব্দ করেছে পুলিশ। প্রতি সেটে একটি শার্ট ও একটি প্যান্ট রয়েছে। এ সময় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেকুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন শামসুল আলম সরকার ওরফে মোস্তফা শামসুল। তিনি একজন সরকারি কর্মচারী হয়েও একটি রাজনৈতিক দলের গুরুপূর্ণ পদ দখলে রেখেছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। যা সরকারি চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন।
৪৩ মিনিট আগে