রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার হাট-বাজারের ইজারার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার পৌরসভা কার্যালয়ে ইজারার দরপত্র না পেয়ে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার দাবি করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ আজকের পত্রিকাকে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ জানুয়ারি রায়পুর পৌরসভা এলাকার হাট-বাজার, গণশৌচাগারসহ ১৩টি মহাল ইজারার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। আজ ছিল প্রথম দফায় দরপত্র ফরম কেনার শেষ দিন। কিন্তু ওই দিন পৌরসভা কার্যালয় থেকে কোনো ঠিকাদারকে ফরম দেওয়া হয়নি।
ওই সময় পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, দরপত্র কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম ও ফরম সরবরাহের দায়িত্বে থাকা হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন—তিনজনই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ঠিকাদারেরা।
ঠিকাদার ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র গোপনে হাট-বাজার ইজারা দিতে চেয়েছিলেন। দুদিন আগে আমরা বিষয়টি জানতে পারি। আমার মতো অসংখ্য ঠিকাদার গিয়েও দরপত্র ফরম নিতে পারেননি।’
বাবুল পাঠান আরও বলেন, ‘কাউকে ফরম দেওয়া হয়নি। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার চাইলে তিনি বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) দায়িত্ব দিয়েছেন।’
পৌরসভা কার্যালয়ের হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মেয়র মহোদয় দেখছেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান বা ফরম দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার হাট-বাজারের ইজারার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার পৌরসভা কার্যালয়ে ইজারার দরপত্র না পেয়ে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার দাবি করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ আজকের পত্রিকাকে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ জানুয়ারি রায়পুর পৌরসভা এলাকার হাট-বাজার, গণশৌচাগারসহ ১৩টি মহাল ইজারার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। আজ ছিল প্রথম দফায় দরপত্র ফরম কেনার শেষ দিন। কিন্তু ওই দিন পৌরসভা কার্যালয় থেকে কোনো ঠিকাদারকে ফরম দেওয়া হয়নি।
ওই সময় পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, দরপত্র কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম ও ফরম সরবরাহের দায়িত্বে থাকা হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন—তিনজনই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ঠিকাদারেরা।
ঠিকাদার ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র গোপনে হাট-বাজার ইজারা দিতে চেয়েছিলেন। দুদিন আগে আমরা বিষয়টি জানতে পারি। আমার মতো অসংখ্য ঠিকাদার গিয়েও দরপত্র ফরম নিতে পারেননি।’
বাবুল পাঠান আরও বলেন, ‘কাউকে ফরম দেওয়া হয়নি। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার চাইলে তিনি বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) দায়িত্ব দিয়েছেন।’
পৌরসভা কার্যালয়ের হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মেয়র মহোদয় দেখছেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান বা ফরম দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে