পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আওয়ামী লীগের ২২ তম সম্মেলন হয়েছে গতকাল শনিবার। নতুন এ কমিটিতে চট্টগ্রামের পাঁচ নেতা স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে চার নেতার পূর্বের পদে বহাল রয়েছে এবং একজনের পদ পরিবর্তন করে দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে। চট্টগ্রামের এই পাঁচ নেতা গুরুত্বপূর্ণ পদ লাভ করায় খুশি স্থানীয় নেতা-কর্মীরা।
নতুন কমিটির সভাপতিত্বে স্থান পান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা চট্টগ্রামের মিরসরাই সংসদীয় আসনের দলীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি গত কমিটিতে ছয়জনের পর থাকলেও এবার নতুন কমিটিতে তাঁকে চতুর্থ স্থানে রাখা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের আরও দুই সন্তান ড. হাছান মাহমুদ ও দক্ষিণ চট্টগ্রামের আমিনুল ইসলাম আমিন।
পদোন্নতি পেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে যুগ্ম সম্পাদক থেকে ১ নম্বর যুগ্ম সম্পাদক আর আমিনুল ইসলাম উপপ্রচার ও প্রকাশনা থেকে পদোন্নতি পেয়ে করা হয়েছে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।
ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়েছে।
পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। পরে নতুন কমিটির বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করতে এ মুহূর্তে হাছান মাহমুদই সেরা। তথ্যভিত্তিক বিবৃতি, উপস্থিত বাক্যবাণে বিরোধীশক্তিকে মোকাবিলা করার মতো দলে যে কয়েকজন নেতা আছেন তাঁদের অন্যতম হাছান মাহমুদ। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামাল দিয়ে একই সঙ্গে দলের অর্পিত দায়িত্ব, উত্তরবঙ্গের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন রাতদিন একাকার করে। সম্প্রতি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যও হয়েছেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২০০২ সালের সম্মেলন থেকে আছেন ড. হাছান মাহমুদ। সেই সম্মেলন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে অভিষেক হওয়া ড. হাছান ২০০৯ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ১৮ তম সম্মেলনে ফের একই পদে বহাল থাকেন। ওই সময় তিনি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। ২০১২ সালের সম্মেলনে আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্রের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের সম্মেলনে স্বপদে বহাল থাকেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ সম্মেলনে পদোন্নতি পেয়ে তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যতম মুখপাত্র মনোনীত হন।
একইভাবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে আমিনুল ইসলাম আমিনের অভিষেক হয় ২০০৯ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ১৮ তম সম্মেলনে কার্যকরী কমিটির সদস্য হওয়ার মধ্য দিয়ে। এরপর ২০১২ সালে সদস্য, ২০১৬ সালে উপপ্রচার সম্পাদক ও ২০১৯ সালে ফের উপপ্রচার সম্পাদক মনোনীত হন তিনি। দলীয় দায়িত্বের বাইরেও গত এক বছরে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজের সঞ্চালকের। এই দায়িত্ব পালন করতে গিয়ে দেশের আওয়ামী প্রেমীদের দৃষ্টি কাড়ার পাশাপাশি নিজের যোগ্যতা, সক্ষমতার পরিচয় দিয়েছেন আমিনুল ইসলাম। এসব কারণে এবার তার প্রমোশন হয়েছে বলে জানা গেছে নীতিনির্ধারণী মহল থেকে।
এদিকে দলের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে ড. অনুপম সেন এবং ড. প্রণব কুমার বড়ুয়া। তাঁরা গত উপদেষ্টা পরিষদেও ছিলেন। এর মধ্যে ড. অনুপম সেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অন্যদিকে চট্টগ্রাম থেকে দপ্তর সম্পাদক পদে বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, ধর্ম বিষয়ক পদে কক্সবাজারের সিরাজুল ইসলাম মোস্তাফাকেও স্বপদে বহাল রাখা হয়েছে।
আওয়ামী লীগের ২২ তম সম্মেলন হয়েছে গতকাল শনিবার। নতুন এ কমিটিতে চট্টগ্রামের পাঁচ নেতা স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে চার নেতার পূর্বের পদে বহাল রয়েছে এবং একজনের পদ পরিবর্তন করে দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে। চট্টগ্রামের এই পাঁচ নেতা গুরুত্বপূর্ণ পদ লাভ করায় খুশি স্থানীয় নেতা-কর্মীরা।
নতুন কমিটির সভাপতিত্বে স্থান পান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা চট্টগ্রামের মিরসরাই সংসদীয় আসনের দলীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি গত কমিটিতে ছয়জনের পর থাকলেও এবার নতুন কমিটিতে তাঁকে চতুর্থ স্থানে রাখা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের আরও দুই সন্তান ড. হাছান মাহমুদ ও দক্ষিণ চট্টগ্রামের আমিনুল ইসলাম আমিন।
পদোন্নতি পেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে যুগ্ম সম্পাদক থেকে ১ নম্বর যুগ্ম সম্পাদক আর আমিনুল ইসলাম উপপ্রচার ও প্রকাশনা থেকে পদোন্নতি পেয়ে করা হয়েছে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।
ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়েছে।
পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। পরে নতুন কমিটির বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করতে এ মুহূর্তে হাছান মাহমুদই সেরা। তথ্যভিত্তিক বিবৃতি, উপস্থিত বাক্যবাণে বিরোধীশক্তিকে মোকাবিলা করার মতো দলে যে কয়েকজন নেতা আছেন তাঁদের অন্যতম হাছান মাহমুদ। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামাল দিয়ে একই সঙ্গে দলের অর্পিত দায়িত্ব, উত্তরবঙ্গের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন রাতদিন একাকার করে। সম্প্রতি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যও হয়েছেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২০০২ সালের সম্মেলন থেকে আছেন ড. হাছান মাহমুদ। সেই সম্মেলন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে অভিষেক হওয়া ড. হাছান ২০০৯ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ১৮ তম সম্মেলনে ফের একই পদে বহাল থাকেন। ওই সময় তিনি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। ২০১২ সালের সম্মেলনে আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্রের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের সম্মেলনে স্বপদে বহাল থাকেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ সম্মেলনে পদোন্নতি পেয়ে তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যতম মুখপাত্র মনোনীত হন।
একইভাবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে আমিনুল ইসলাম আমিনের অভিষেক হয় ২০০৯ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ১৮ তম সম্মেলনে কার্যকরী কমিটির সদস্য হওয়ার মধ্য দিয়ে। এরপর ২০১২ সালে সদস্য, ২০১৬ সালে উপপ্রচার সম্পাদক ও ২০১৯ সালে ফের উপপ্রচার সম্পাদক মনোনীত হন তিনি। দলীয় দায়িত্বের বাইরেও গত এক বছরে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজের সঞ্চালকের। এই দায়িত্ব পালন করতে গিয়ে দেশের আওয়ামী প্রেমীদের দৃষ্টি কাড়ার পাশাপাশি নিজের যোগ্যতা, সক্ষমতার পরিচয় দিয়েছেন আমিনুল ইসলাম। এসব কারণে এবার তার প্রমোশন হয়েছে বলে জানা গেছে নীতিনির্ধারণী মহল থেকে।
এদিকে দলের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে ড. অনুপম সেন এবং ড. প্রণব কুমার বড়ুয়া। তাঁরা গত উপদেষ্টা পরিষদেও ছিলেন। এর মধ্যে ড. অনুপম সেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অন্যদিকে চট্টগ্রাম থেকে দপ্তর সম্পাদক পদে বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, ধর্ম বিষয়ক পদে কক্সবাজারের সিরাজুল ইসলাম মোস্তাফাকেও স্বপদে বহাল রাখা হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৪ ঘণ্টা আগে