সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ২৫ ফুট গভীর পানির কূপ থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এক তরুণকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম দুর্জয় চন্দ্র দাস (১৯)। দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পানির কূপটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্পের।
দুর্জয় একই এলাকার মিধুল চন্দ্র দাস ও প্রার্থনা রানী দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘটনাস্থলে কাজে গিয়েছিলেন। সে সময় তিনি কূপের ভেতর থেকে আওয়াজ পেয়ে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
সোনাগাজীর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ জানান, বিএডিসির সেচপাম্পের কূপে এক ব্যক্তি আটকা পড়েছেন, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সে সময় মই ও দড়ি ব্যবহার করে একজন ফায়ার ফাইটার কূপে নেমে আটকে পড়া দুর্জয় চন্দ্র দাসকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। তাঁকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি দুই দিন ধরে সেখানে আটকা পড়েছিলেন।
দুর্জয়ের মা প্রার্থনা রানী দাস জানান, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে দুর্জয় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ছেলে নিখোঁজের ঘটনায় সোনাগাজী মডেল থানায় জানানো হয়। আজ দুপুরে ওই পানির কূপ থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হলো।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডা. উম্মে ফাতেমা জানান, দুর্জয় নামের একজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। আহত দুর্জয় দুই দিন ধরে খাবার না খাওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তিনি আশঙ্কামুক্ত।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ওই তরুণ নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁরা অবগত ছিলেন। তাঁর খোঁজ পেতে আজ সকালে এলাকায় মাইকিং করা হয়। এর মধ্যে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হলো।
ফেনীর সোনাগাজীতে ২৫ ফুট গভীর পানির কূপ থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এক তরুণকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম দুর্জয় চন্দ্র দাস (১৯)। দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পানির কূপটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্পের।
দুর্জয় একই এলাকার মিধুল চন্দ্র দাস ও প্রার্থনা রানী দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘটনাস্থলে কাজে গিয়েছিলেন। সে সময় তিনি কূপের ভেতর থেকে আওয়াজ পেয়ে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
সোনাগাজীর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ জানান, বিএডিসির সেচপাম্পের কূপে এক ব্যক্তি আটকা পড়েছেন, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সে সময় মই ও দড়ি ব্যবহার করে একজন ফায়ার ফাইটার কূপে নেমে আটকে পড়া দুর্জয় চন্দ্র দাসকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। তাঁকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি দুই দিন ধরে সেখানে আটকা পড়েছিলেন।
দুর্জয়ের মা প্রার্থনা রানী দাস জানান, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে দুর্জয় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ছেলে নিখোঁজের ঘটনায় সোনাগাজী মডেল থানায় জানানো হয়। আজ দুপুরে ওই পানির কূপ থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হলো।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডা. উম্মে ফাতেমা জানান, দুর্জয় নামের একজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। আহত দুর্জয় দুই দিন ধরে খাবার না খাওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তিনি আশঙ্কামুক্ত।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ওই তরুণ নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁরা অবগত ছিলেন। তাঁর খোঁজ পেতে আজ সকালে এলাকায় মাইকিং করা হয়। এর মধ্যে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হলো।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে