Ajker Patrika

বিএনপি পেছনের দরজায় ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি পেছনের দরজায় ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে: ভূমিমন্ত্রী

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এজে ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে। আর এখন ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাঁরাই আবার গণতন্ত্র নিয়ে কথা বলে। গণতন্ত্রের মুখোশধারীদের রাজপথে প্রতিরোধ করতে হবে। 

ভূমিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার উড়ে আসেনি যে ধাক্কা দিলে পড়ে যাবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন দেশ শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে-ঘরে পৌঁছে দিতে হবে। ক্ষমতায় না গিয়ে ঘরে ফিরব না, লড়াই চলবে।

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া-লোহাগড়া আসনের সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মু. নেজাম উদ্দিন নদভী। 

বোয়ালখালীর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত