কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আমরা চেয়েছি পদত্যাগ, আপনি (শেখ হাসিনা) করেছেন দেশত্যাগ—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জামায়াত ইসলামীর বিজয় র্যালি ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ১৯৭২ সালে মরহুম শেখ মুজিবুর রহমান দালাল আইনের মাধ্যমে যাঁরা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাঁরা রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ১৮টি জেলায় কেস (মামলা) করা হয়েছিল। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীতে যাঁদের রাজাকার বলে অভিহিত করা হয়েছিল, তাঁদের একজনও কিন্তু ছিলেন না।
তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। তার মধ্যে শুধু একজন বেঁচে আছে।’
জামায়াত নেতা বলেন, ‘যারা ৩১ বছর ভোট দিতে পারেনি, গত ১৭ বছর ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি তাদের; তারাই দাবি করেছিল, ভোটের অধিকার ফেরত পাওয়ার, তারাই দাবি করেছিল, কোটা বন্ধ করার। কিন্তু আপনি তো কোটা মানলেন না, ফলে আপনাকে গোটায় চলে যেতে হলো। আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ।’
জামায়াত নেতা মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর গণির সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ নাছির উদ্দিন শাহ্, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নজরুল করিম, মাওলানা আবদুর রশিদ, মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।
আমরা চেয়েছি পদত্যাগ, আপনি (শেখ হাসিনা) করেছেন দেশত্যাগ—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জামায়াত ইসলামীর বিজয় র্যালি ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ১৯৭২ সালে মরহুম শেখ মুজিবুর রহমান দালাল আইনের মাধ্যমে যাঁরা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাঁরা রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ১৮টি জেলায় কেস (মামলা) করা হয়েছিল। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীতে যাঁদের রাজাকার বলে অভিহিত করা হয়েছিল, তাঁদের একজনও কিন্তু ছিলেন না।
তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। তার মধ্যে শুধু একজন বেঁচে আছে।’
জামায়াত নেতা বলেন, ‘যারা ৩১ বছর ভোট দিতে পারেনি, গত ১৭ বছর ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি তাদের; তারাই দাবি করেছিল, ভোটের অধিকার ফেরত পাওয়ার, তারাই দাবি করেছিল, কোটা বন্ধ করার। কিন্তু আপনি তো কোটা মানলেন না, ফলে আপনাকে গোটায় চলে যেতে হলো। আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ।’
জামায়াত নেতা মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর গণির সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ নাছির উদ্দিন শাহ্, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নজরুল করিম, মাওলানা আবদুর রশিদ, মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে