Ajker Patrika

মতলব উত্তরে ১৩ ইউপিতে বিজয়ী যারা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
মতলব উত্তরে ১৩ ইউপিতে বিজয়ী যারা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চৌদ্দটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে হয়েছে। এরই মধ্যে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি ইউনিয়ন পরিষদে একযোগে এ ভোটগ্রহণ করা হয়। 

মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সাতজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। 
ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন ফরাজীকান্দি ইউনিয়নে ইঞ্জি. রেজাউল করীম, ফতেপুর পূর্ব ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, গজরা ইউনিয়নে শহীদ উল্লাহ মাস্টার। 

বিনা প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন মোহনপুর ইউনিয়নে শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউনিয়নে নূর মোহাম্মদ, ইসলামাবাদ ইউনিয়নে শাখাওয়াত হোসেন সরকার মুকুল ও দূর্গপুর ইউনিয়নে মোকারম হোসেন খান ওপেল। 

এ ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ষাটনল ইউনিয়নে ফেরদাউস আলম সরকার, সাদুল্লাপুর ইউনিয়নে জোবায়ের আজিম পাঠান স্বপন, বাগানবাড়ি ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন, কলাকান্দা ইউনিয়নে সোবহান সরকার সুভা আনারস প্রতীক ও সুলতানাবাদ ইউনিয়নে আবু বকর সিদ্দিক খোকন ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। 

এ ছাড়া এখলাছপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম ঢালী মুন্না মোটরসাইকেল প্রতীকে জয়লাভ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত