সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
তিন দশক ধরে পরিত্যক্ত আছে রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের সেমিপাকা ভবনগুলো। সংস্কার না করায় ফাটল ধরেছে দেয়ালগুলোয়। চুরি হয়ে গেছে টিন ও লোহার কাঠামো। এদিকে বেদখল হয়ে যাচ্ছে ভবনগুলোর চারপাশের জায়গা। কৃষি বিভাগ বলছে, ওই স্থানে নতুন ভবন নির্মাণের আবেদন করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৮০ সালে কৃষি সম্প্রসারণ কার্যালয়গুলো স্থাপন করা হয়। সেমিপাকা ভবনের ছাউনি ছিল টিনের। এগুলো ব্যবহার করতেন উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রাখা হতো কৃষি সরঞ্জাম ও সার। একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নের লেবারপাড়ায় (তৎকালীন এরাইছড়ি মৌজা) একই নকশায় তিনটি ঘর নির্মাণ করা হয়।
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এসব ঘরের টিন ও বিভিন্ন অংশ বিধ্বস্ত হলে এগুলো আর সংস্কার করা হয়নি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। ইতিমধ্যে ফাটল ধরেছে দেয়ালগুলোয়। ভবনের টিন, গ্রিলসহ মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। ভবনগুলোর চারপাশে গড়ে উঠেছে দোকানপাট। লেবারপাড়ার ভবনগুলোরও একই অবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুস্মিতা চাকমা বলেন, পরিত্যক্ত ভবনগুলোর স্থলে নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন নির্মিত হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি জায়গা সুরক্ষিত থাকবে। তা এখনই করা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, কৃষি বিভাগের জায়গায় ও ভবনে ব্যক্তিগত স্থাপনা তৈরি সম্পূর্ণ বেআইনি। কৃষি বিভাগ নতুন ভবন শুরু করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিন দশক ধরে পরিত্যক্ত আছে রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের সেমিপাকা ভবনগুলো। সংস্কার না করায় ফাটল ধরেছে দেয়ালগুলোয়। চুরি হয়ে গেছে টিন ও লোহার কাঠামো। এদিকে বেদখল হয়ে যাচ্ছে ভবনগুলোর চারপাশের জায়গা। কৃষি বিভাগ বলছে, ওই স্থানে নতুন ভবন নির্মাণের আবেদন করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৮০ সালে কৃষি সম্প্রসারণ কার্যালয়গুলো স্থাপন করা হয়। সেমিপাকা ভবনের ছাউনি ছিল টিনের। এগুলো ব্যবহার করতেন উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রাখা হতো কৃষি সরঞ্জাম ও সার। একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নের লেবারপাড়ায় (তৎকালীন এরাইছড়ি মৌজা) একই নকশায় তিনটি ঘর নির্মাণ করা হয়।
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এসব ঘরের টিন ও বিভিন্ন অংশ বিধ্বস্ত হলে এগুলো আর সংস্কার করা হয়নি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। ইতিমধ্যে ফাটল ধরেছে দেয়ালগুলোয়। ভবনের টিন, গ্রিলসহ মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। ভবনগুলোর চারপাশে গড়ে উঠেছে দোকানপাট। লেবারপাড়ার ভবনগুলোরও একই অবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুস্মিতা চাকমা বলেন, পরিত্যক্ত ভবনগুলোর স্থলে নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন নির্মিত হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি জায়গা সুরক্ষিত থাকবে। তা এখনই করা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, কৃষি বিভাগের জায়গায় ও ভবনে ব্যক্তিগত স্থাপনা তৈরি সম্পূর্ণ বেআইনি। কৃষি বিভাগ নতুন ভবন শুরু করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩৭ মিনিট আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪৩ মিনিট আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১ ঘণ্টা আগে