Ajker Patrika

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ১ সেনাসদস্য নিহত, আহত ১

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ১০
সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ১ সেনাসদস্য নিহত, আহত ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেল ও বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে রেদোয়ান হোসেন মিশু তরফদার (২৩) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। ঘটনায় মো. শরীফ হোসেন (২৭) নামের একজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যানঘাট-সুবর্ণচর সড়কের আব্দুল্লাহ মিয়ার হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দলপুর এলাকার হুমায়ন কবিরের ছেলে। তিনি ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। আহত শরীফ হোসেন নিহত মিশুর ভগ্নিপতি, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে পাঁচ দিনের ছুটিতে নোয়াখালীতে আসেন সেনাসদস্য (সৈনিক) রেদোয়ান। শনিবার সকালে চাটখিল থেকে সুবর্ণচরের জোবায়ের বাজারে সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পে যান তিনি। কাজ শেষ করে নিজের ভগ্নিপতি শরীফসহ মোটরসাইকেলযোগে চাটখিলের উদ্দেশে রওনা হন তাঁরা। পথে তাঁদের মোটরসাইকেলটি আব্দুল্লাহ মিয়ার হাট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলে থাকা রেদোয়ান ও শরীফ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম জানান, দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের মাথায় আঘাত লেগেছিল। আহত ব্যক্তিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

চরজব্বার থানার পুলিশের পরিদর্শক (এসআই) দিপক চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত সেনাসদস্যের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত