নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে রাজনীতি থেকে চিরতরে বিদায় করাই সবার প্রত্যাশা।’
আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন ।
নৌকা প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়েন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া ) আসন থেকে নির্বাচন করছেন।
আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী।
তাঁদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটুল দাশগুপ্ত পেয়েছেন কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালি আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন মোমবাতি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে আমরা শুধু নির্বাচন করব না, অপশক্তিকে প্রতিহত করার কাজটাও করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতিতে এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিষয়ে। আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে আর রাজনীতিতে রাখবে না।’
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় বেলা ১টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে শাহ আমানত (র.) মাজার ও বদর শাহ (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে জেল রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে রাজনীতি থেকে চিরতরে বিদায় করাই সবার প্রত্যাশা।’
আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন ।
নৌকা প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়েন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া ) আসন থেকে নির্বাচন করছেন।
আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী।
তাঁদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটুল দাশগুপ্ত পেয়েছেন কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালি আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন মোমবাতি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে আমরা শুধু নির্বাচন করব না, অপশক্তিকে প্রতিহত করার কাজটাও করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতিতে এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিষয়ে। আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে আর রাজনীতিতে রাখবে না।’
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় বেলা ১টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে শাহ আমানত (র.) মাজার ও বদর শাহ (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে জেল রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
টাঙ্গাইলের সখীপুরে দায়িত্ব পালনকালে বনপ্রহরীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বন বিভাগের বহেড়াতৈল বিট কর্মকর্তা রুমিউজ্জামান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলীসহ সাতজনকে আসামি করে রোববার সখীপুর থানায় মামলা করেছেন।
২৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্লুইস গেটসংলগ্ন নাফ নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করেন।
৩৭ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বেকারি দোকানের কর্মচারী ছিলেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের মহেশখালীতে ‘পূর্বশত্রুতার জেরে’ ভাতিজার গুলিতে চাচা নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে