Ajker Patrika

ঢাকা থেকে অপহৃত তরুণী উদ্ধার কক্সবাজারে 

কক্সবাজার প্রতিনিধি
ঢাকা থেকে অপহৃত তরুণী উদ্ধার কক্সবাজারে 

ঢাকা থেকে অপহৃত এক তরুণীকে ছয় দিন পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে আরাফাত হোসেন রুবাই (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক হোটেলে এ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরাফাত গাজীপুর জেলার টঙ্গী থানার নিসাদ নগর এলাকার আকতার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী তরুণী (১৮) ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান। 

মামলার বিবরণে এই পুলিশ সুপার জানান, ভুক্তভোগী তরুণী ঢাকার একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেন। কলেজে যাতায়াতের সময় ওই তরুণীর এক বোনের বন্ধু আরাফাতের সঙ্গে পরিচয় হয়। পরে আরাফাত কৌশলে ওই তরুণীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। প্রায় তাঁকে (তরুণী) উত্ত্যক্ত করতেন আরাফাত। একপর্যায়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। পরে বিষয়টি তরুণীর পরিবার  আরাফাতের পরিবারকে জানায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে অপহরণের হুমকি দেয়। 

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকা থেকে ওই তরুণী অপহৃত হন। এ ঘটনার দুই দিন পর তরুণীর বড় বোন আরাফাতকে প্রধান আসামি করে পল্লবী থানায় অপহরণ মামলা দায়ের করেন। 

সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার  আবাসিক এক হোটেলে অপহৃত তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় হোটেল কক্ষে কৌশলে জিম্মি রাখা অবস্থায় ওই তরুণীকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত