Ajker Patrika

চট্টগ্রামেও হাফ ভাড়া নিতে রাজি বাস মালিকেরা, ঘোষণা রোববার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯: ৩৫
চট্টগ্রামেও হাফ ভাড়া নিতে রাজি বাস মালিকেরা, ঘোষণা রোববার

রাজধানী ঢাকার পর এবার বাণিজ্যিক নগরী চট্টগ্রামেও গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার পক্ষে মত দিয়েছেন চট্টগ্রামের বাস মালিকেরা। গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে বাস মালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। 

বেলায়েত হোসেন বেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমরা বৈঠক করেছি। বৈঠকে সবাই শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। তবে কবে থেকে এই ভাড়া কার্যকর হবে, সেটি এখনো ঠিক হয়নি। এ বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করে জানানো হবে।’ 

বৃহস্পতিবার রাতে নগরীর বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে বৈঠকে বসেন পরিবহনমালিকেরা। বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও আন্তজেলা পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘বৃহস্পতিবার রাতে শুধু হাফ ভাড়া নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। করোনাকালীন গাড়ি বন্ধ রাখায় বাস মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর পরও আমরা ইনকাম ট্যাক্স দিয়েছি। বাসের মালিকদের ট্যাক্স দ্বিগুণ করে হয়েছে। এই বাড়তি ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাব।’ 

তবে পরিবহন মালিকদের এই সিদ্ধান্তে তেমন একটা খুশি হয়নি শিক্ষার্থীরা। বাস মালিকদের এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি মাইমুন উদ্দিন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ২০১৩ সাল থেকে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছি। বাস মালিকেরা আগেও এভাবে হাফ ভাড়া নেবে আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি কার্যকর করেনি। তাই আমরা আশ্বাস চাই না। আমরা হাফ ভাড়া কার্যকর চাই।’ 

একই ধরনের মন্তব্য করেছেন মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি রায়হান উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাস মালিকেরা হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে ঐকমত্য হয়েছেন ভালো, কিন্তু আমাদের দাবি বাস মালিকদের কাছে ছিল না। আমরা নাগরিক হিসেবে সরকারের কাছে দাবি জানিয়েছি। সরকার যেন সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার রাজধানী ঢাকায় সেটি কার্যকর করেছে। কিন্তু এখনো চট্টগ্রামে সেটি কার্যকর হয়নি। এভাবে বিক্ষিপ্তভাবে হাফ ভাড়া কার্যকর করা হোক সেটি আমরা চাই না। আমরা চাই একযোগে সারা দেশের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার জন্য সরকার প্রজ্ঞাপন জারি করুক।’ 

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সারা দেশের মতো চট্টগ্রামেও হাফ ভাড়া নিশ্চিতে প্রজ্ঞাপন জারিসহ ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এসব দাবিতে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। এর আগে নিউমার্কেট থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।          

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত