চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দুজন পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার মিয়ারবাজারে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)। তাঁরা দুজনই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় সিএনজির চালক ও অন্য যাত্রীরাও আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাটিতে আরও ৩ জন পরীক্ষার্থীসহ তাঁরা চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বেলায়েত গাজী বলেন, ‘হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি এবং হাজীগঞ্জগামী পিকআপটি ঘোষেরহাট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফাতেমা আলম মারা যায়। ওই সিএনজিতে থাকা আরও ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবদুল্লাহ নামের আরেক পরীক্ষার্থী মারা যায়। নিহত ও আহত পরীক্ষার্থীরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হাজীগঞ্জ থেকে সিএনজিযোগে চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন।’
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত আবদুল্লাহ নামের যুবককে হাসপাতালে আনার পর মারা যায়। দুর্ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলঅ হয়েছে। দুর্ঘটনার পর সিএনজি ও পিকআপের চালক পলাতক রয়েছে।
চাঁদপুরে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দুজন পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার মিয়ারবাজারে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)। তাঁরা দুজনই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় সিএনজির চালক ও অন্য যাত্রীরাও আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাটিতে আরও ৩ জন পরীক্ষার্থীসহ তাঁরা চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বেলায়েত গাজী বলেন, ‘হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি এবং হাজীগঞ্জগামী পিকআপটি ঘোষেরহাট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফাতেমা আলম মারা যায়। ওই সিএনজিতে থাকা আরও ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবদুল্লাহ নামের আরেক পরীক্ষার্থী মারা যায়। নিহত ও আহত পরীক্ষার্থীরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হাজীগঞ্জ থেকে সিএনজিযোগে চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন।’
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত আবদুল্লাহ নামের যুবককে হাসপাতালে আনার পর মারা যায়। দুর্ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলঅ হয়েছে। দুর্ঘটনার পর সিএনজি ও পিকআপের চালক পলাতক রয়েছে।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে