Ajker Patrika

গার্মেন্টস এক্সেসরিজের অন্তরালে পাচার হচ্ছিল ৮ কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
গার্মেন্টস এক্সেসরিজের অন্তরালে পাচার হচ্ছিল ৮ কোটি টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্মেন্টস এক্সেসরিজের অন্তরালে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাচারকালে দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটকরা হলেন-শ্যামলীর মাশফি এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ কর্মী ফিরোজ আলম (২৫) ও মোহাম্মদ নিয়াতুল্লাহ (৪০)। 

বিমানবন্দরের এয়ারফ্রাইট ইউনিটে আজ রোববার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আব্দুর রউফ। 

ড. মো. আব্দুর রউফ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে স্বর্ণের চালানটি পাচারের প্রাক্কালে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১.১২৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা।’ 

ডিজি আব্দুর রউফ বলেন, ‘ইনভেন্ট্রিকালে গত ১০ ফেব্রুয়ারির বিল অব এন্ট্রি-১২০০৫৬ এর মাধ্যমে আমদানি করা ফেব্রিকসের ভাঁজের মধ্যে দুটি সাদা প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খুলে মেটাল বাটনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো চারটি বান্ডিল ছিল। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিটি বান্ডিল থেকে ১৬টি করে ৭.৪২ কেজি ওজনের ৬৪টি স্বর্ণবার পাওয়া যায়। এছাড়াও গত ২০ ফেব্রুয়ারির বিল অব এন্ট্রি নম্বর-১৪২৪৫২ নম্বরের মাধ্যমে আগত আমদানি করা ফেব্রিকস থেকে একটি সাদা প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে মেটাল বাটনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পাওয়া যায়। যার প্রতিটি বান্ডিল থেকে ১৬টি করে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.৭১২ কেজি।’ 

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের আমদানিকারক হলো চট্টগ্রামের পতেঙ্গা ও উত্তরার বেস্টেক বিডি লি. এবং চট্টগ্রাম ষোলশহরের ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেড। বেস্টেক বিডি এবং ইস্টার্ন অ্যাপারেলস রাজধানীর শ্যামলীর মাশফি এন্টারপ্রাইজ নামক একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে ফেব্রিকস ঘোষণায় স্বর্ণবারগুলো আনা হয়েছিল।’ 

মহাপরিচালক বলেন, ‘ফেব্রিকসের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে স্বর্ণ বারসমূহ অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককরাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা প্রদান করা হবে। সেই সঙ্গে আটককৃত দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারি মামলা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত