Ajker Patrika

সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়ায় ঢাকা-পেন্নাই-হোমনা সড়কের পাশে গৌরীপুর এলাকায় ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। খোলা ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ বের হওয়ায় আশপাশ দিয়ে পথচারীরা যেতে পারছেন না। দুর্গন্ধের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বসা কষ্টকর হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

সরেজমিনে আজ শনিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক সময় ভাগাড় থেকে ময়লা এনে কুকুরের দল সড়কের মধ্যে ফেলে রাখে। এ কারণে যানবাহনও পিছলে যাওয়ার ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। 

উপজেলার আঙ্গাউড়া এলাকার দোকানদার আব্দুল্লা বলেন, সড়কের পাশে গৌরীপুর বাজারের ময়লা-আবর্জনা নিয়মিত ফেলে স্তূপ তৈরি করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের সমস্যা হচ্ছে। 

সড়ক দিয়ে চলাচলকারী অটোরিকশার চালকেরা বলেন, ভাগাড় থেকে প্রায়ই কাক-কুকুর আবর্জনা নিয়ে সড়কে ফেলে রাখে। তখন সাবধানে গাড়ি চালাতে হয়। 

গৌরীপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, বাজারের ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে ভয়ে ভয়ে অতিক্রম করতে হচ্ছে। 

পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য এম এ মতিন সৈকত বলেন, সড়কের পাশে ময়লা ফেলা কোনোভাবেই ঠিক নয়। এসব বর্জ্যের বিষাক্ত গ্যাসের কারণে সড়কের ওই অংশে দিয়ে চলাচল দায় হয়ে দাঁড়িয়েছে। 

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান সরকার আজকের পত্রিকাকে বলেন, শিগগিরই সড়কের এ অংশের ময়লা পরিষ্কার করা হবে। ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, গৌরীপুর এলাকার মতো এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার স্তূপ রয়েছে যা খুবই দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত