Ajker Patrika
সরাসরি

লাইভ-২: ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র

১১: ৪৯

কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ প্রকাশ ইরানি প্রেসিডেন্টের

কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ প্রকাশ ইরানি প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বাঁয়ে) ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি: এএফপি

কাতারের ভূমিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সম্প্রতি চালানো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এ দুঃখ প্রকাশ করেন বলে জানিয়েছে কাতারের আমিরের দপ্তর। খবর আল-জাজিরার।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুই নেতার ফোনালাপ হয়। এ সময় পেজেশকিয়ান বলেন, ‘এই হামলার লক্ষ্য ছিল না কাতার বা দেশটির নাগরিকরা। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিই ছিল হামলার মূল লক্ষ্য। এতে কাতারের জন্য কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়নি।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কাতার প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে ইরানের কাছে গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও সুপ্রতিবেশিতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, সোমবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে ১৯টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

১০: ৩০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে এখনো আশাবাদী যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে এখনো আশাবাদী যুক্তরাষ্ট্র
স্টিভ উইটকফ। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ইস্যুতে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি নিয়ে আশাবাদী।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একে-অপরের সঙ্গে কথা বলছি। শুধু সরাসরি নয়, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমেও আলোচনা চলছে। আমার মনে হয়, এই আলোচনা আশাব্যঞ্জক। আমরা আশা করি, এমন একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি হবে, যা ইরানকে নতুনভাবে জাগিয়ে তুলবে।’

স্টিভ উইটকফ আরও বলেন, ‘এখন আমাদের ইরানিদের সঙ্গে বসতে হবে এবং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে। আমি খুব আত্মবিশ্বাসী যে আমরা এটি অর্জন করতে পারব।’

ইরানের ফোরদো, নাতানজ এবং ইস্পাহান স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি—এমন গোয়েন্দা প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন স্টিভ উইটকফ। তিনি বলেন, ‘এই তিনটি স্থাপনার প্রায় সব, যদি সব না-ও হয়, সেন্ট্রিফিউজই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতটাই, যে ইরানের পক্ষে সেই কর্মসূচি আবার চালু করা প্রায় অসম্ভব হয়ে যাবে।’

উইটকফ আরও বলেন, ‘আমার দৃষ্টিতে, এবং যাঁরা কাঁচা তথ্য দেখেছেন, এমন অনেক বিশেষজ্ঞের মতে, এটা আবার সচল করতে ইরানের কয়েক বছর লেগে যাবে।’

গোপন ওই প্রতিবেদন ফাঁসের ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে মন্তব্য করেন উইটকফ। তিনি বলেন, ‘এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর যারাই এর জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।’

১০: ৩০

দূত ফক্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি নিয়ে আশাবাদী।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একে-অপরের সঙ্গে কথা বলছি। শুধু সরাসরি নয়, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমেও আলোচনা চলছে। আমার মনে হয়, এই আলোচনা আশাব্যঞ্জক। আমরা আশা করি, এমন একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি হবে, যা ইরানকে নতুনভাবে জাগিয়ে তুলবে।’

স্টিভ উইটকফ আরও বলেন, ‘এখন আমাদের ইরানিদের সঙ্গে বসতে হবে এবং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে। আমি খুব আত্মবিশ্বাসী যে আমরা এটি অর্জন করতে পারব।’

ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি—এমন গোয়েন্দা প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন স্টিভ উইটকফ।

তিনি বলেন, ‘এই তিনটি স্থাপনার প্রায় সব, যদি সব না-ও হয়, সেন্ট্রিফিউজই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতটাই, যে ইরানের পক্ষে সেই কর্মসূচি আবার চালু করা প্রায় অসম্ভব হয়ে যাবে।’

উইটকফ আরও বলেন, ‘আমার দৃষ্টিতে, এবং যাঁরা কাঁচা তথ্য দেখেছেন, এমন অনেক বিশেষজ্ঞের মতে, এটা আবার সচল করতে ইরানের কয়েক বছর লেগে যাবে।’

গোপন ওই প্রতিবেদন ফাঁসের ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে মন্তব্য করেন উইটকফ।

তিনি বলেন, ‘এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর যারাই এর জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।’

২১: ৪৫

ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরান লঙ্ঘন করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরান লঙ্ঘন করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ইরান মেনে চলবে, তবে শর্ত একটাই—ইসরায়েল যেন এটিকে লঙ্ঘন না করে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ মন্তব্য করেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন:

যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা করবে না।”

তিনি আরও বলেন,

ইরানি জনগণ আবারও প্রমাণ করেছে, কিছু সমস্যা বা ক্ষোভ থাকলেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একত্রিতভাবে রুখে দাঁড়াবে।

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি আন্তর্জাতিক মহলে প্রসংশা পেলেও পাল্টাপাল্টি হামলায় তা অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিচ্ছে—তারা সংঘাত এড়াতে চায়।

ইসরায়েল দায়িত্বশীল আচরণ করলে ইরান যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত পেজেশকিয়ানের বক্তব্যে সেই ইঙ্গিত আছে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি কৌশলগত সুযোগ, কারণ যুদ্ধ থামাতে উভয় পক্ষের মৌখিক প্রতিশ্রুতি আছে।

১৯: ৩২

ইরানে ক্ষমতার পালাবদল চান না, আবারও বললেন ট্রাম্প

ইরানে ক্ষমতার পালাবদল চান না, আবারও বললেন ট্রাম্প

ন্যাটো সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডস যাওয়ার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি ইরানে ক্ষমতার পরিবর্তন দেখতে চান?

জবাবে ট্রাম্প বলেন,

না। যদি কিছু ঘটে, তো ঘটে। তবে না, আমি সেটা চাই না। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হয়ে যাক।

তিনি আরও বলেন,

ক্ষমতার পালাবদল মানেই বিশৃঙ্খলা, আর আদর্শ পরিস্থিতিতে আমরা অত বিশৃঙ্খলা দেখতে চাই না।

ট্রাম্প এর আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর প্রশাসনের লক্ষ্য ইরানি শাসনব্যবস্থা বদল নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচি রুখে দেওয়া।

তবে গত সপ্তাহে তাঁর ‘যদি বর্তমান সরকার ইরানকে আবার মহান করতে না পারে, তাহলে শাসন বদলাবে না কেন’ মন্তব্যটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।

আজকের বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করলেন, তাঁর প্রশাসন সরাসরি ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পতনের পথ বেছে নিচ্ছে না, বরং সংযত কৌশলেই পরিস্থিতি শান্ত রাখতে চায়।

১৮: ০৬

পাল্টাপাল্টি হামলার পরও ট্রাম্প বলছেন: ‘যুদ্ধবিরতি কার্যকর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যদিও এর আগে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর এসেছে।

এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করার ঠিক পরেই, ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে লেখেন:

ইসরায়েল ইরানকে আক্রমণ করবে না। সব যুদ্ধবিমান ঘুরে দাঁড়িয়ে ঘরে ফিরবে, এবং আকাশে ‘বন্ধুত্বসূচক ওয়েভ’ করবে ইরানের দিকে। কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!

  • এর আগেই ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।
  • তবুও, তিনি বারবার চেষ্টা করছেন সংঘাত নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনা হ্রাস করতে।
  • ট্রাম্পের এই ঘোষণাকে অনেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, যদিও বাস্তব পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।
১৭: ৫২

ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তা ইরান ও ইসরায়েল উভয়ই লঙ্ঘন করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন,

আমি নিশ্চিত না, তারা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। তবে আমি একদমই পছন্দ করিনি যে আজ সকালে ইসরায়েল আবার হামলায় নেমে গেছে। আমি চেষ্টা করব এটা থামাতে।

তিনি আরও বলেন,

ইরান আর কখনোই তার পারমাণবিক ক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। আমি ইরানের ওপরও খুশি নই।

প্রেক্ষাপট:

  • মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান ও ইসরায়েল ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতিতে যাবে।
  • প্রথমে ইসরায়েল সম্মতি জানালেও পরে অভিযোগ ওঠে, তারা হামলা শুরু করেছে।
  • অন্যদিকে ইসরায়েল দাবি করে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে—যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনেরই শামিল।

ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট, তিনি উভয় দেশের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে দুই দেশই কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছে, ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত।

১৭: ৫২

ইসরায়েল ও ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘তারা জানেই না, কী করছে’

ইসরায়েল ও ইরানের প্রতি আবারো প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি অশ্রাব্য শব্দ ব্যবহার করে নিজের হতাশা প্রকাশ করেছেন।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে দ্য হেগ যাওয়ার আগে আজ মঙ্গলবার সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন:

আমি ইসরায়েলের ওপর খুশি নই। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর একটা রকেট ছোড়া হয়, হয়তো ভুলে ছোড়া হয়েছিল। কিন্তু এখন ইসরায়েল আবার হামলা শুরু করে দিয়েছে। এদের শান্ত হতে হবে।

তিনি আরও বলেন:

গতকাল আমি অনেক কিছুই পছন্দ করিনি। আমরা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল হামলা চালালো— ওদের তা করা উচিত ছিল না।

সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প কড়া ভাষায় মন্তব্য করেন:

আমরা এখন এমন দুই দেশের মুখোমুখি, যারা এতদিন ধরে যুদ্ধ করে আসছে যে তারা নিজেরাও জানে না, তারা কী করছে!
১৭: ২৯

ট্রাম্পের সতর্কবার্তা: ‘ইসরায়েল, আর বোমা ফেলো না’

ট্রাম্পের সতর্কবার্তা: ‘ইসরায়েল, আর বোমা ফেলো না’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: স্কাই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ইসরায়েল যেন আর কোনো হামলা চালায় না।

ট্রাম্পের পোস্টটি ছিল এমন—

‘ইসরায়েল। বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই তোমাদের পাইলটদের ঘরে ফিরিয়ে আনো!’

এই মন্তব্য এমন সময় এল, যখন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরান যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাতিনেকের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি ইরানের এই তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ ভোরে ট্রাম্প ঘোষিত ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েল বলেছে, তারা এই প্রস্তাবে সম্মত। ইরানও জানিয়েছে, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও আর আক্রমণ করবে না।

তবে এর পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে তেহরান নতুন কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।

১৬: ১৭

যুদ্ধবিরতির আগে ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করল ইসরায়েল

ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী ইসরায়েলের গুপ্তহত্যার শিকার হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি আজ মঙ্গলবার জানিয়েছে, তেহরানের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি হামলার সময় মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবের গুপ্তহত্যার শিকার হয়েছেন। তিনি ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচিতে কাজ করছিলেন।

গত ১২ দিনে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি, শীর্ষ সামরিক পদাধিকারী এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। একাধিক উচ্চপদস্থ ইরানি পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হয়েছেন।

গতকাল সোমবার কাউন্সিল অন ফরেন রিলেশনসের একটি প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরিদুন আব্বাসি এবং সংস্থার সাবেক উপপ্রধান আমির হোসেন ফেগহি-সহ অন্তত ১০ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছেন।

মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবের চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন, কারণ ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তিনি এসপিএনডি-এর একটি গ্রুপের প্রধান ছিলেন, যা বিস্ফোরক-সম্পর্কিত প্রকল্পে কাজ করে। এসপিএনডি হলো ইরানের প্রতিরক্ষা, উদ্ভাবন এবং গবেষণার জন্য একটি সংস্থা। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এই গ্রুপটির প্রকল্পগুলোর মধ্যে পারমাণবিক বিস্ফোরক ডিভাইস তৈরির জন্য প্রযোজ্য গবেষণা ও পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আজ মঙ্গলবার নিশ্চিত করেছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আরও একজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, যদিও তারা সিদ্দিকী সাবেরের নাম উল্লেখ করেনি।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় আইডিএফ তেহরানের কেন্দ্রে প্রধান সরকারি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, শত শত বাসিজ অপারেটিভকে হত্যা করেছে, সেই সঙ্গে একজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকেও তারা হত্যা করেছে। বাসিজ অপারেটিভ ইরান সরকারের ঘনিষ্ঠ সহযোগী বেসামরিক বাহিনী।

১৬: ০২

কাতারকে ধন্যবাদ ইরানের

কাতারকে ধন্যবাদ ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি। ইরানি তরুণ সাংবাদিকদের সংগঠন ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আজ মঙ্গলবার এক টেলিফোন আলাপে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফিকে তাঁর দেশের ‘গঠনমূলক ভূমিকার’ জন্য ধন্যবাদ জানান। তাখত-রাভানচির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান দৃঢ়ভাবে দুই দেশের মধ্যে ‘সুপ্রতিবেশী সম্পর্ক ও সর্বোচ্চ স্বার্থের’ ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করতে চায়।

এই প্রতিবেদন এমন সময় এল, যার কয়েক ঘণ্টা আগে কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাব। এর প্রতিক্রিয়ায় কাতার ওই হামলার কঠোর নিন্দা জানায় এবং মঙ্গলবার দোহায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

১৫: ১৪

যুদ্ধবিরতির ঘোষণা দিল ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ

যুদ্ধবিরতির ঘোষণা দিল ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিবৃতিতে জানিয়েছে, ‘জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু ‘আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে।’ এতে আরও বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যেকোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

১৫: ০৭

যুদ্ধবিরতি ভেঙেছে ইরান—দাবি ইসরায়েলের

যুদ্ধবিরতি ভেঙেছে ইরান—দাবি ইসরায়েলের
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও সেনাপ্রধান ইয়াল জমির। ছবি: সংগৃহীত

ইসরায়েল দাবি করেছে, ইরান যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য, এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই বিষয়টি দাবি করেছেন। পাশাপাশি, তিনি ইরানের এই তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, কাৎজ বলেছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যেন তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা চালিয়ে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে ইসরায়েলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে উভয় ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

১৩: ২৯

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার আরও ৬

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছয়জনকে পশ্চিম ইরানের হামেদান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর স্থানীয় কর্মকর্তা আলী আকবর করিমপুরকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ‘বিশ্বাসঘাতকদের’ হামেদান প্রদেশের হামেদান, রাজান এবং নাহাভান্দ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ‘জনমনে উদ্বেগ সৃষ্টি, ইরানি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং এর ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে’ অনলাইনে ‘লক্ষ্যবস্তুভিত্তিক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বলে জানান আলী আকবর।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

১২: ৪২

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল সরকার জানিয়েছে, ‘মূল লক্ষ্য অর্জনের’ পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে, বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘জোরালো প্রতিক্রিয়া’ জানানো হবে।

ইসরায়েলের ভাষ্য— ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি ছিল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে এই হুমকির অবসান ঘটানো হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি—এই অভিযানে ইরানের সামরিক নেতৃত্বের ওপর ‘গুরুতর আঘাত’ হানা হয়েছে। পাশাপাশি ইরানের সরকারের কয়েক ডজন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রে একাধিক সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠী বাসিজের শত শত সদস্যকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, বাসিজ হচ্ছে ইরানের আধাসামরিক বাহিনী, যেটি সরকারবিরোধী বিক্ষোভ দমনসহ বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত। একই সঙ্গে ইসরায়েল দাবি করেছে, তারা আরও এক জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে।

বিবৃতির শেষাংশে ইসরায়েল জানায়, ‘ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায়’ যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের ‘সহায়তা ও অংশগ্রহণের জন্য’ তারা কৃতজ্ঞ।

১১: ০০

যুদ্ধবিরতি শুরু, নিশ্চিত করল ইরান ও ইসরায়েলের গণমাধ্যম

যুদ্ধবিরতি শুরু, নিশ্চিত করল ইরান ও ইসরায়েলের গণমাধ্যম
ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রাথমিক ঘোষণায় বলেছিলেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার প্রায় ছয় ঘণ্টা পর যুদ্ধবিরতি শুরু হবে। এতে যুদ্ধবিরতির সময় দাঁড়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় অনুযায়ী রাত ১২টার কাছাকাছি। এরপর ঠিক রাত ১২টার কিছু পর ইরান ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, যুদ্ধবিরতি শুরু হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের অংশ প্রেস টিভি বলেছে, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে।’

সামরিক ঘরানার আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম টেলিগ্রামে সংক্ষিপ্ত এক লাইনের খবরে জানিয়েছে, যুদ্ধবিরতি ‘কার্যকর হওয়ার পর্যায়ে’ পৌঁছেছে। ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট নিউজ পোর্টালেও শিরোনাম এসেছে যে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, “শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে”, তবে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

১০: ৩৫

এক ঘণ্টায় ইসরায়েলে ষষ্ঠ দফায় হামলা চালাল ইরান

ঘণ্টাখানেকের মধ্যে ষষ্ঠ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জনগণকে দ্রুত ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার সকাল থেকে মুহুর্মূহ হামলায় অন্তত তিনজন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে।

০৯: ৪০

এক ঘণ্টায় তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, নিহত ৩ ইসরায়েলি

দ্বিতীয় দফায় ইসরায়েলকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে একটি সরাসরি আঘাত হেনেছে দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবার একটি আবাসিক ভবনে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইডিএফ বলছে, প্রথম দফায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ওই দুটিকে মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে তারা। পরের দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি সেনারা। যার মধ্যে একটি সরাসরি আঘাত হানে ওই ভবনে।

এদিকে, ইরান আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরায়েলি রাডারে ধরা পড়েছে। এক ঘণ্টার ব্যবধানে এ নিয়ে তিন দফা হামলা চালাল ইরান।

০৯: ৩০

ইসরায়েল-ইরান একসঙ্গে এসে বলল, শান্তি চায়, বুঝলাম—এখনই সময়: ট্রাম্প

ইসরায়েল-ইরান একসঙ্গে এসে বলল, শান্তি চায়, বুঝলাম—এখনই সময়: ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দাবি অনুযায়ী তিনি যে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন, তাতে বিশ্ব এবং মধ্যপ্রাচ্য অনেক উপকৃত হবে। তবে তাঁর দাবির পরও এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ইরান-ইসরায়েল দুই দেশে একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’

তিনি আরও লিখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল এবং ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুদেশকেই আশীর্বাদ করুন!’

০৮: ৫৪

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণ ও উত্তরাঞ্চলীয় শহরগুলো ছিল হামলার লক্ষ্যবস্তু। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

তবে, এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম।

এর কিছুক্ষণ আগেই দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, বাসিন্দারা আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে পারেন।

এর কিছুক্ষণ পরই নতুন আরেক ব্যাচ ক্ষেপণাস্ত্রের আঘাত আসতে পারে বলে সতর্ক করেছে আইডিএফ। এবার ইসরায়েলের কেন্দ্রে আঘাত হানতে পারে সেটি। ওই অঞ্চলের বাসিন্দাদের শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

০৮: ৩১

যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তবে, যদি ইসরায়েলি রেজিম আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে বন্ধ করে, তাহলে আমাদের আর পাল্টা প্রতিক্রিয়া চালানোর কোনো ইচ্ছা নেই।’

আরাঘচি আরও জানান, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’ আরাঘচি পরে এক্সের আরেকটি বিবৃতি দেন। তিনি জানান, ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ইরানের সামরিক অভিযান শেষ মুহূর্ত, অর্থাৎ ভোর ৪টা পর্যন্ত চলেছে।

তিনি বলেন, ‘সব ইরানির সঙ্গে আমিও আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত ছিল এবং শত্রুর যেকোনো হামলার জবাব দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।’

০৭: ৫৮

শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালিয়েছে ইরানি সেনারা: আরাঘচি

শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালিয়েছে ইরানি সেনারা: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফাইল ছবি

ইরানি সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘শেষ মুহূর্ত- ভোর ৪টা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সব ইরানিদের সঙ্গে আমিও আমাদের সাহসী যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যোদ্ধারা দেশের প্রতিরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ে প্রস্তুত থাকে। এবং শত্রুর প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিয়ে এসেছে তারা।’

এর কিছুক্ষন আগেই আরেকটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি হয়নি। তবে, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে তবে ইরানও হামলা বন্ধ করবে- এই শর্তে ভোর ৪ টা পর্যন্ত হামলা চালানো হয়েছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত একদিকে তাদের সামরিক বাহিনীর মনোবল ও প্রস্তুতির বার্তা দিতে চাচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতির দ্বার উন্মুক্ত রাখছে।

০৬: ৩৯

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল “সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে।

সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ছয় ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’

তবে এখন পর্যন্ত ইসরায়েল কিংবা ইরান—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মতির কথা ঘোষণা করেনি।

এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দ শোনা যায়, দোহার আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে কোনো মার্কিন প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।

এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়। কাতার সম্প্রতি আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে এবং দূতাবাসগুলোর মাধ্যমে নিরাপত্তা সতর্কতা জারি করে।

যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং মার্কিন স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।

তবে বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

০০: ০৬

এবার আকাশসীমা বন্ধ করল কুয়েত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে কাতার ও বাহরাইন একই ধরনের পদক্ষেপ নেয়। কুয়েতের এই সিদ্ধান্ত এসেছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে।

কুয়েতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপটি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

একইসঙ্গে, সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে বিকল্প রুট গ্রহণ এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

০০: ০০

মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি কমাতে হামলার আগে কাতারকে জানায় ইরান

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে দোহাকে আগাম জানিয়ে দেয় ইরান। ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এই সমন্বয়ের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতি কমানো এবং উত্তেজনার মধ্যে ‘কূটনৈতিক পথ খোলা রাখা’। ইরান এমনভাবে হামলার সময় নির্ধারণ করে যাতে মার্কিন ঘাঁটিতে হতাহতের সম্ভাবনা সর্বনিম্ন থাকে।

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, আল-উদেইদ ঘাঁটিতে এই হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হননি বলেই এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে

২৩: ৪৩

কাতারে ইরানি হামলার পর হেগসেথ ও কেনের সঙ্গে বৈঠকে ট্রাম্প

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।

সেখানে তিনি যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর সঙ্গে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩: ২৪

ইরানের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি কাতারের

কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে এ হামলাকে ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।

আল-আনসারি বলেন, ‘আমরা কাতার রাষ্ট্র হিসেবে আমাদের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখি এবং আন্তর্জাতিক আইনের আওতায় এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি।’

তিনি জানান, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণ সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

২৩: ১৩

ইরান থেকে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র হামলা: সিএনএন

ইরান থেকে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র হামলা: সিএনএন

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর দিকে। সিএনএন-এর একাধিক নিরাপত্তা প্রতিবেদকের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং চিফ অব জয়েন্ট স্টাফ ড্যান কেইন এখন হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে আছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে হামলার হুমকির বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল প্রতিরক্ষা বিভাগ।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে আল-উদেইদ এয়ারবেস, যেটি দোহা থেকে অল্প দূরত্বে অবস্থিত। মাত্র এক মাস আগে, ১৭ মে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘাঁটি সফর করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি ছিল প্রথম সফর।

সেদিন ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী ও স্বাধীন রাখে এমন মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া উপসাগরীয় সফর অসম্পূর্ণ।’

এখন পর্যন্ত জানা গেছে—

ইরানের পক্ষ থেকে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটির দিকে যাচ্ছে।

দোহা ও বাগদাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

হামলার মূল লক্ষ্য আল-উদেইদ এয়ারবেস (কাতার) এবং আইন আল-আসাদ ঘাঁটি (ইরাক)—দুইটি ঘাঁটিই অতীতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মুখ্য ছিল।

২৩: ০০

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ শুরু, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা, দোহায় বিস্ফোরণের শব্দ

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও একধাপ এগোল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তারা কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদে অভিযান শুরু করেছে। এ তথ্য সিএনএন নিশ্চিত করেছে।

এর কিছুক্ষণ পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এএফপি জানায়, কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোহার আকাশে এখন ফ্লেয়ার বা জ্বলন্ত গোলা ছোড়ার দৃশ্য দেখা যাচ্ছে, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি—এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে, নাকি ক্ষেপণাস্ত্র হামলা ঘটেছে। বিস্ফোরণের শব্দে রাজধানীর বিভিন্ন অংশ কেঁপে উঠেছে।

২২: ৪৭

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হুমকি

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হুমকি
কাতারের আল-উদেইদে মার্কিন বিমানঘাঁটি। ছবি: সংগৃহিত

বিবিসির নিরাপত্তা বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডনার জানিয়েছেন, কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন এয়ার অপারেশন সেন্টার লক্ষ্য করে হামলার ‘নির্ভরযোগ্য হুমকি’ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।

এই হুমকির পরিপ্রেক্ষিতে কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ঘাঁটিটি রাখা হয়েছে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায়।

দোহা শহরের বাইরে অবস্থিত আল-উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর মূল বিমান অভিযান কেন্দ্র। এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান তৎপরতা পরিচালিত হয়। ব্রিটিশ সেনারাও এই ঘাঁটিতে পালাক্রমে দায়িত্ব পালন করেন।

ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা দ্রুত বিস্তৃত হচ্ছে আশঙ্কার মধ্যে এই হুমকি এমন সময় এল। এর আগে কাতারের স্কুল বন্ধ ঘোষণা, দূতাবাসের সতর্কতা ও আকাশসীমা বন্ধ— সব এরই পরিণতি।

২২: ২০

ইরানের হামলার আশঙ্কায় কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের হামলার আশঙ্কায় কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে হামলার আশঙ্কায় কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

এর আগে কাতারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাঁদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে আগামীকাল কাতারের বেশ কিছু স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২২: ০০

ইরানে হামলার যৌক্তিকতা তুলে বিশ্বে ভুল বার্তা দিচ্ছে ইসরায়েল–যুক্তরাষ্ট্র: চীন

ইরানে হামলার যৌক্তিকতা তুলে বিশ্বে ভুল বার্তা দিচ্ছে ইসরায়েল–যুক্তরাষ্ট্র: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহিত

ইরানে ইসরায়েলি হামলা এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনকে ‘ভুল বার্তা’ ও ‘খারাপ নজির’ হিসেবে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং ই বলেছেন, ‘ভবিষ্যতে সম্ভাব্য হুমকি’ দেখিয়ে ইসরায়েলের হামলার যুক্তি এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে।

তিনি বলেন, এ ধরনের কার্যক্রম একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে, যা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের নীতির পরিপন্থী।

ওয়াং ই আরও বলেন, ‘সংঘাত ও উত্তেজনা দিয়ে নয়, বরং সংলাপ ও আলোচনার পথেই সমাধানের চেষ্টা করা উচিত।’ তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানান এবং সতর্ক করেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বিস্তার পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে।

চীন এই উত্তেজনার সময়ে আবারও নিজেকে একটি গঠনমূলক মধ্যস্থতাকারী শক্তি হিসেবে উপস্থাপন করছে, যেটি একাধিকবার ইসরায়েল-ফিলিস্তিন, ইউক্রেন যুদ্ধ এবং ইরান সংক্রান্ত ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

চীনের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল দাবি করছে, ইরানি হামলার প্রস্তুতির প্রতিক্রিয়ায় তারা ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিয়েছে, এবং যুক্তরাষ্ট্র বলেছে, তারা পারমাণবিক অস্ত্র নির্মাণে ইরানের অগ্রগতি ঠেকাতেই হামলা চালিয়েছে।

তবে ওয়াং ই-এর মতে, এই যুক্তি গ্রহণযোগ্য নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি দুর্বল করে দেয়। তিনি বলেন, যদি সবাই ভবিষ্যৎ হুমকির অজুহাতে হামলা চালাতে শুরু করে, তবে আন্তর্জাতিক ব্যবস্থা অচল হয়ে পড়বে।

১৯: ৫৬

জুয়াড়ি ট্রাম্প, তুমি যুদ্ধ শুরু করেছ শেষ করব আমরা: ইব্রাহিম জোলফাঘারি

ইরানের প্রতিরোধ অভিযানের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জুয়াড়ি ট্রাম্প, যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু শেষটা আমাদের হাতে।’

তিনি আরও বলেন, মৃতপ্রায় ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র নিজেদের আরও বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে।

ইরানের দাবি, সোমবার ভোরে ডজনখানেক ‘একমুখী’ ড্রোন ছোড়া হয়, যেগুলোর বেশির ভাগ সফলভাবে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে। আশদোদ ও লাশিশ অঞ্চলে বিস্ফোরণ ঘটে, বেজে ওঠে সতর্কতা সাইরেন।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি পুরোনো ভিডিও বার্তা প্রকাশ করে তাঁর কার্যালয় জানায়, ‘ইসরায়েলকে শাস্তি পেতেই হবে—এবং এখনই সেই শাস্তি শুরু হয়েছে।’

বিস্তারিত পড়ুন

১৯: ১৯

কাতারে মার্কিন নাগরিকদের আশ্রয়ে থাকতে বলল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন নাগরিকদের আশ্রয়ে থাকতে বলল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ১৫ মে কাতারের দোহা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের উদ্দেশে ভাষণ দেন। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরেই আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির মার্কিন দূতাবাস।

এক ইমেইল বার্তায় দূতাবাস জানায়, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আর বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

উল্লেখ্য, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয়।

১৮: ৪৯

লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরান: উপ–পররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে

লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরান: উপ–পররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে

ইসরায়েলের ‘উগ্র, বেপরোয়া ও খাপছাড়া কর্মকাণ্ড’ ঠেকাতে ইরান কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, কোনো প্ররোচনা ছাড়াই ১৩ জুন শুরু হওয়া ‘অন্যায্য’ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।

তিনি বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব। আমরা ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা জানি আত্মরক্ষার জন্য কতদূর যেতে হয়। আমরা শেষ পর্যন্ত যেতে প্রস্তুত।'

১৮: ৪২

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার হাসাকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। হামলার পর ওই ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একাধিক সূত্র সিরিয়ায় অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মেহের নিউজ। হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র।

১৫: ৪৮

তেহরানে ইসরায়েলি হামলা চলছে

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানবাহিনী তেহরান এলাকায় হামলা চালানো অব্যাহত রেখেছে। এই হামলাগুলো বিশেষভাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে, যার মধ্যে তেহরান, তাবরিজ, কারাজ এবং কেরমানশাহ উল্লেখযোগ্য। এসব হামলায় ইরানের সামরিক অবকাঠামো এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে, গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

১৫: ২১

আবার ফোরদোতে হামলা করল ইসরায়েল

ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। তাসনিম বার্তা সংস্থা কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট সদর দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের হামলায় এই কেন্দ্রটি লক্ষ্যবস্তু হয়েছিল।

ফোরদো পারমাণবিক কেন্দ্রটি ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। একটি পাহাড়ের গভীরে এটি অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়েই দাবি করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে।

তাসনিম আরও জানিয়েছে, কোম প্রদেশের ওই কর্মকর্তা বলেছেন, হামলায় এলাকার বাসিন্দাদের কোনো বিপদ নেই। এর আগে মার্কিন হামলায় এই কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছিল। যদিও ইরান জানিয়েছে, কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। এ ছাড়া বেশির ভাগ ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

১৫: ১৪

নজিরবিহীন হামলা ইরানের, বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলের একাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, একটি ‘কৌশলগত অবকাঠামোর’ কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এই খবর জানিয়েছে গণমাধ্যম।

বিদ্যুৎ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের লক্ষ্যে দলগুলো ঘটনাস্থলের বিভিন্ন স্থানে কাজ করছে। অপারেশনগুলোতে অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি অপসারণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এগুলো পরিচালিত হচ্ছে।

হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বেজেছে। চ্যানেল ১৩ ব্রডকাস্টার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে এত দীর্ঘ সময় কাটায়নি। এই ঘটনা ইসরায়েলে ইরানি হামলার তীব্রতা এবং এর সরাসরি প্রভাবকে তুলে ধরেছে, যা বেসামরিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে প্রতিদিনই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। উভয় পক্ষই একে অপরের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

১২: ২২

মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে তেহরান: ইরানি সেনা কমান্ডার

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তিনি তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়।

মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘আমাদের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।’ তিনি দৃঢ়তার সঙ্গে যোগ করেন, ‘আমরা যুদ্ধ করব; আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন।’

হাতামি, ইরানের অন্যতম জ্যেষ্ঠ জেনারেল, এক সপ্তাহেরও কম সময় আগে এই পদে নিযুক্ত হয়েছেন তিনি। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরান সামরিক নেতৃত্বে রদবদল আনে। শূন্য পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি অন্যতম।

১২: ১৮

ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দূরনিয়ন্ত্রিত যুদ্ধবিমান ১৫টি ইরানি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানি সরবরাহের উড়োজাহাজ এবং ইরানের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বিমানবাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড়ান পরিচালনার সক্ষমতা এবং ইরানি সেনাবাহিনীর বিমান শক্তির কার্যক্রম ব্যাহত করেছে।

এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১১: ৫৯

মোসাদের আরেক চরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামের আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আধা-সরকারি তাসনিম ও ফার্স বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে।

তাসনিম নিউজ এজেন্সি শায়েস্তেহকে ‘মোসাদ সংশ্লিষ্ট একটি সাইবার টিমের প্রধান’ হিসেবে বর্ণনা করেছে। তাঁকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত অন্তত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। প্রথম অভিযুক্তকে ১৬ জুন ভোরে এবং দ্বিতীয় অভিযুক্তকে ২২ জুলাই ফাঁসি দেওয়া হয়।

১০: ১৩

ইসরায়েলি ড্রোন হামলা ইরানে মা ও শিশু নিহত

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক মা ও তাঁর ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভি এবং ফার্স বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুন এই হামলাটি ঘটে। একটি ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে হামলা হয়। কেরমানশাহের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামলায় নিহত শিশুর বাবা এবং তাঁদের অন্য সন্তানও আহত হয়েছেন।

গত ১৩ জুন ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরানে কয়েক ডজন শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

১০: ০০

ইরানে মার্কিন হামলা ঠিক আছে, কূটনৈতিক সমাধানও চায় অস্ট্রেলিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে তিনি উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

ক্যানবেরায় সাংবাদিকদের আলবানিজ বলেন, ‘বিশ্ব দীর্ঘদিন ধরেই একমত যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, এবং আমরা তা প্রতিরোধ করার পদক্ষেপকে সমর্থন করি।’ তিনি আরও বলেন, ‘তথ্য পরিষ্কার ছিল যে ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, এবং উদ্দেশ্য যে শুধু বেসামরিক নয়, এটা পরিষ্কার।’

আলবানিজ উল্লেখ করেন, ‘যদি ইরান আইএইএর অত্যন্ত যুক্তিসংগত অনুরোধগুলো মেনে চলত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।’

ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। তবে এই দাবি অস্বীকার করেছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ।

০৯: ১৭

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স

ইসরায়েলে চলমান উত্তেজনার মধ্যে সেখান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যে পাঠানো চার্টার্ড বেসামরিক ফ্লাইটগুলোর পাশাপাশি সামরিক বিমান নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করবে।

মন্ত্রণালয় দুটির বিবৃতিতে আরও জানানো হয়েছে, সামরিক ফ্লাইটে করে ইসরায়েল থেকে যাদের সরিয়ে নেওয়া হবে, তাঁদের সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, ইসরায়েলে প্রায় ২ লাখ ৫০ হাজার ফরাসি নাগরিক বসবাস করেন।

০৯: ১৪

ন্যাটো সফর পিছিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা এবং তেহরানকে কঠোর বার্তা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন। গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা নীতি পরিবর্তন না করে, তাহলে শাসন পরিবর্তন হতে পারে।

এদিকে, সিএনএন জানিয়েছে, ট্রাম্পের সোমবারই দ্য হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তা মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের বর্তমান পরিস্থিতির কারণেই তাঁর এই সফরসূচি পরিবর্তন করা হয়েছে।

০৮: ৫৯

ইরানের তিন পারমাণবিক স্থাপনাতেই ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে: ট্রাম্প

ইরানের যে তিনটি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সবগুলোতেই ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরানের সব পারমাণবিক স্থাপনাই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্যাটেলাইট চিত্রে তার প্রমাণ স্পষ্ট। পুরোপুরি ধ্বংস- কথাটাই এখানে সবচেয়ে উপযুক্ত।’

তিনি আরও দাবি করেন সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাটির নিচে। একদম নিখুঁত হামলা চালানো হয়েছে উল্লেখ করে লেখেন, ‘সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে মাটির অনেক গভীরে। একদম নিখুঁত লক্ষ্যভেদ হয়েছে—বুলসআই!!!’

ইরান এখনো আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি। তবে স্যাটেলাইট চিত্রে ফোরদো পারমাণবিক কেন্দ্রে অন্তত তিনটি স্থানে ক্ষতির চিহ্ন দেখা গেছে—এর মধ্যে রয়েছে দুইটি বড় গর্ত, যা বাংকার-বাস্টার বোমার আঘাতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, পারমাণবিক কেন্দ্রটির আকাশ প্রতিরক্ষা কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জানিয়েছেন, ফোরদো স্থাপনাটি ভূগর্ভে অবস্থিত হওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি।

০৮: ৪৬

ইরানে হামলার পর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ইরানে হামলা চালানোর পর বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।’

এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোকেও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

০৮: ২৩

তেল আবিবে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রাজধানী তেলআবিব লক্ষ্য করে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী সেটিকে সফলভাবে প্রতিহতের দাবি করছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

আইডিএফ বলছে, মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হুতিরা। ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড আদমের তথ্যমতে, এ হামলায় কেউ হতাহত হয়নি। হামলার আগে তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। প্রাণহানি কমাতে এলাকাগুলোর বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের হোম হোম ফ্রন্ট কমান্ড।

ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের পর হোম ফ্রন্ট কমান্ড সতর্কতা তুলে নিয়েছে। আশ্রয়কেন্দ্রের সবাই চাইলে বাড়ি ফিরতে পারে বলে জানানো হয়েছে।

০৪: ২১

প্রতিশোধ কতটা মারাত্মক হবে তা ইরানের সশস্ত্র বাহিনী ঠিক করবে: জাতিসংঘ দূত

প্রতিশোধ কতটা মারাত্মক হবে তা ইরানের সশস্ত্র বাহিনী ঠিক করবে: জাতিসংঘ দূত
জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানি। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়ে জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ইরানের প্রতিরোধের সময়, প্রকৃতি এবং মাত্রা নির্ধারণ করবে সশস্ত্র বাহিনী।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপেই যুক্তরাষ্ট্র ‘অযথা ও ব্যয়বহুল’ যুদ্ধে জড়িয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য ১৫ জুন প্রস্তুতি নিচ্ছিলো, কিন্তু ইসরায়েল দুই দিন আগে হামলা চালিয়ে কূটনৈতিক প্রক্রিয়া ধ্বংস করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে এই অন্যায় ও বিধ্বংসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন আমির সাইদ। তিনি বলেন, এ ক্ষেত্রে ব্যর্থ হলে পরিষদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে।

০৩: ৩২

১০ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১০ দিনে ইসরায়েলে ইরানি হামলায় ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এখন পর্যন্ত তারা ১,২১৩ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। বাকিরা মাঝারি ও হালকা ধরনের শারীরিক আঘাত কিংবা মানসিক আঘাত (উদ্বেগ-আতঙ্ক) নিয়ে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, ইসরায়েল চালানো পাল্টা হামলায় ইরানে ইতোমধ্যে ৪০০ জনের বেশি নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলাগুলো তাদের নাগরিক স্থাপনা, হাসপাতাল ও শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত, এবং দুই দেশের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত দ্রুত বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো কূটনৈতিক অগ্রগতি দেখা যায়নি।

০৩: ২৯

তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ

তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ

তেহরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। দেশটির রাজধানীজুড়ে রোববার (২২ জুন) সকাল থেকেই বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়, যার মূল স্লোগান ছিল— "আমেরিকার আগ্রাসনের জবাব চাই", "আমেরিকা নিপাত যাক", "ইসরায়েল ধ্বংস হোক"।

প্রতিবাদকারীদের হাতে ছিল ইরানি পতাকা, নিহতদের ছবি এবং ট্রাম্প ও ইসরায়েলি নেতাদের কুশপুতুল। অনেকে হাতে ধরে রেখেছিলেন ব্যানার যাতে লেখা ছিল:

  • “আমরা প্রতিরোধ করবো, আত্মসমর্পণ নয়”
  • “হামলা হলে জবাব আসবেই”
  • পারমাণবিক বিজ্ঞানীদের রক্ত বৃথা যাবে না”

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, “এই হামলা কেবল ইরানের নয়, সমস্ত মুসলিম বিশ্বের উপর আঘাত। আমেরিকা জানে না, ইরান কখনও মাথানত করে না।”

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিক্ষোভের লাইভ সম্প্রচার করে। অনেক জায়গায় ধর্মীয় নেতারা উপস্থিত থেকে জনগণকে ‍উদ্বুদ্ধ করেন প্রতিরোধে সক্রিয় থাকতে।

তেহরানের আজাদি স্কয়ার, ফার্দৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদের সামনে, এবং পার্লামেন্ট ভবনের সামনে ছিল প্রধান বিক্ষোভস্থল।

বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভগুলো শুধু সরকার সমর্থিত নয়—বিশেষ করে ইরানে পারমাণবিক বিজ্ঞানীদের ওপর হামলার পর সাধারণ জনগণের মধ্যেও জাতীয় ঐক্য ও ক্ষোভ উভয়ই দৃশ্যমান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের “অপারেশন মিডনাইট হ্যামার” নামক সামরিক অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর পরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

০৩: ১৭

ট্রাম্পকে শান্তিতে নোবেলের প্রস্তাব দিয়ে পরদিন হামলার নিন্দা পাকিস্তানের

ট্রাম্পকে শান্তিতে নোবেলের প্রস্তাব দিয়ে পরদিন হামলার নিন্দা পাকিস্তানের

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান। এটা এমন এক সময় ঘটল, যখন মাত্র এক দিন আগেই ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাম্প প্রশাসনের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই সংকটের একমাত্র সমাধান কূটনীতি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে উত্তেজনার অভূতপূর্ব এই বৃদ্ধি ও সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড আরও তীব্র হলে তা শুধু এই অঞ্চলই নয়, গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে ফোন করে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।

এই অবস্থান পাকিস্তানের জন্য একটি ‘অসঙ্গতিপূর্ণ কূটনৈতিক পরিস্থিতির’ জন্ম দিয়েছে। মাত্র একদিন আগে ইসলামাবাদ বলেছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ায় তারা তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের কৌশলগত হিসাব এখন বড় এক পরীক্ষার সামনে, কারণ একদিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায়, অন্যদিকে প্রতিবেশী ও ধর্মীয়ভাবে ঘনিষ্ঠ রাষ্ট্র ইরানের সঙ্গে সংহতি জানানোও তাদের জন্য গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে ইসলামাবাদের অবস্থান আগামী দিনগুলোতে কূটনৈতিক ভারসাম্য রক্ষার বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

০৩: ০৪

প্রতিশোধের সুযোগ থাকলেও ঝুঁকি বিবেচনায় সংযমী ইরান: বিশ্লেষক

প্রতিশোধের সুযোগ থাকলেও ঝুঁকি বিবেচনায় সংযমী ইরান: বিশ্লেষক
জঁ-মার্ক রিক্লি

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশটি কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা নানা দিক বিশ্লেষণ করছেন।

জেনেভাভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক এবং সমসাময়িক যুদ্ধবিশেষজ্ঞ জঁ-মার্ক রিক্লি আল জাজিরাকে বলেন, ‘ইরানের সামনে এখন সব ধরনের প্রতিক্রিয়ার বিকল্প খোলা। তবে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়ার কথা মাথায় রাখতে হবে।’

‘তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে, তবে মাঝারি ও দূরপাল্লার ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে,’ বলেন রিক্লি। ‘তবে তাদের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো কার্যকর আছে, যেগুলোর সাহায্যে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা সম্ভব।’

বিস্তারিত পড়ুন

০২: ৪০

যুক্তরাষ্ট্রের ‘নৃশংস আগ্রাসনের’ বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের ‘নৃশংস আগ্রাসনের’ বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের ‘নৃশংস সামরিক আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এই হামলাকে তারা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ‘গভীর ও নজিরবিহীন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই জঘন্য আগ্রাসনের বিপজ্জনক পরিণতি ও সুদূরপ্রসারী প্রভাবের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান নিজের ভূখণ্ড, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণকে সব শক্তি ও উপায়ে রক্ষা করবে। পাশাপাশি তারা সতর্ক করে দেয়, এ ধরনের ‘নির্লজ্জ আগ্রাসনের মুখে’ নীরবতা বিশ্বকে এক নজিরবিহীন বিপদ ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি অধিবেশন আহ্বানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে নিঃশর্ত নিন্দা জানানোর অনুরোধ জানায়।

এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে ‘যুদ্ধবাদী পক্ষগুলোর পক্ষে পক্ষপাতিত্ব’ করার অভিযোগও করেছে ইরান।

বিবৃতিতে বলা হয়, ‘এই বিপর্যয়ের পথ প্রশস্ত করেছেন গ্রোসি। আমরা সংস্থাটিকে অবিলম্বে বৈঠক ডেকে তাদের আইনি দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।’


আজকের পত্রিকার সরাসরি সম্প্রচারে স্বাগত

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে আজকের পত্রিকার সরাসরি সম্প্রচারে স্বাগতম। সংঘাতের দশম দিনে ইসরায়েলের পক্ষে সরাসরি ইরানে সামরিক অভিযানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে মার্কিন এই আগ্রাসনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে।

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বানোয়াট অজুহাতে যুদ্ধ শুরু’ করার অভিযোগ তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে ইরানে ‘শাসন পরিবর্তনের’ ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশই দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল কেবল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

দিনভর সর্বশেষ আপডেট আপনারা জানতে পারবেন এই লাইভ পেজ থেকে। ইরান-ইসরায়েল সংঘাতের গত ১০ দিনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ জানতে চাইলে আগের লাইভ পেজে ফিরে যেতে পারেন।