Ajker Patrika

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৭: ২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ

দুর্গন্ধের সূত্র ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের একটি কক্ষ থেকে এক যুবকের (৩৮) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি মার্কেটে কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হাসান পিয়াস মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন উল্যার ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পিয়াস গত ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে দেশে ফিরে এসে বিয়ে করেন। বিয়ের পর থেকে মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কয়েক দিন আগে পিয়াস তাঁর মালিকানা থাকা কিছু সম্পত্তি বিক্রি করে দেন। এরপর ১৬ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাবাজারে তাঁদের নিজেদের মার্কেট হাবিব ম্যানশনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে লোকজন বিষয়টি অন্যদের জানান। পরে তাঁরা ওই কক্ষের দরজা ভেঙে ফাঁস দেওয়া অবস্থায় পিয়াসের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত