নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বদলির আদেশ নিয়ে মধ্যরাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর চট্টগ্রাম নগরে ব্যাংকটির খুলশী ব্রাঞ্চে ওই কর্মকর্তারা অবরুদ্ধ থাকার ঘটনা ঘটে। ভিডিও ভাইরালের পর উৎসুক জনতা ব্যাংকটির চারপাশে ভিড়ও করে।
ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মো. আবদুল কাদের নামে ব্যাংকটির এক বিনিয়োগ কর্মকর্তার বদলির আদেশ আসে। তাঁকে চট্টগ্রাম থেকে সৈয়দপুরে বদলি করা হয়। ওই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পরে ওই কর্মকর্তা কার্যালয়ে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার কারণে অন্য কর্মকর্তারাও ব্যাংকটিতে ছিলেন। পরে গভীর রাতে ঊর্ধ্বতনদের মধ্যস্থতায় সবাই ব্যাংক থেকে নিরাপদে বেরিয়ে আসেন।
এই বিষয়ে ব্যাংকটির খুলশী শাখার ব্যবস্থাপক মো. নবীনুর ইসলাম আজ শুক্রবার রাতে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের পরিস্থিতি তৈরির পর আমাদের ঊর্ধ্বতনরা কার্যালয়টিতে আসেন। পরে আঞ্চলিক ও শাখার সব কর্মকর্তা তাঁকে সঙ্গে নিয়ে রাতে বেরিয়ে আসেন। এ সময় আবদুল কাদেরের নিরাপত্তার জন্য তাঁর সঙ্গে দুজন সহকর্মী পাঠানো হয়। তাঁরা রাতে সবাই একসঙ্গে ছিলেন।’
ব্যাংকটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এক তরুণ অফিসারের বদলির আদেশ আসে। ওই কর্মকর্তা এখনো বিয়ে করেনি। তিনি দুই বছর ধরে এখানে কর্মরত আছেন। বদলির আদেশ আসার পর ওই কর্মকর্তা আবেগতাড়িত হয়ে পড়েন। একটি সময় ওই কর্মকর্তা বদলির আদেশ প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তিনি এখান থেকে বের হবে না বলে জানিয়ে দেন অন্য কর্মকর্তাদের। প্রয়োজনে তাঁর লাশ এখান থেকে বের হবে বলেও হুমকি দিয়ে কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্যরা তাঁকে বুঝিয়ে শান্ত করতে ব্যর্থ হন। নিরাপত্তার কারণে ব্যাংকটিতে কর্মরত বাকি অফিসাররা তখন ব্যাংকের ভেতরেই ছিলেন। পরে ব্যাংকের ঊর্ধ্বতনরা এসে আলাপ-আলোচনার পর রাত আড়াইটার দিকে সবাই ব্যাংক থেকে বের হয়ে আসেন।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন, কিন্তু তিনি যেতে চাইছেন না। এটা নিয়ে তিনি কার্যালয়ে অবস্থান নেন। পরে বিষয়টি সমাধানের পর আমরা চলে আসি।
এর আগে এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাংকটির বাইরের চিত্র তুলে ধরে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
চট্টগ্রামে বদলির আদেশ নিয়ে মধ্যরাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর চট্টগ্রাম নগরে ব্যাংকটির খুলশী ব্রাঞ্চে ওই কর্মকর্তারা অবরুদ্ধ থাকার ঘটনা ঘটে। ভিডিও ভাইরালের পর উৎসুক জনতা ব্যাংকটির চারপাশে ভিড়ও করে।
ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মো. আবদুল কাদের নামে ব্যাংকটির এক বিনিয়োগ কর্মকর্তার বদলির আদেশ আসে। তাঁকে চট্টগ্রাম থেকে সৈয়দপুরে বদলি করা হয়। ওই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পরে ওই কর্মকর্তা কার্যালয়ে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার কারণে অন্য কর্মকর্তারাও ব্যাংকটিতে ছিলেন। পরে গভীর রাতে ঊর্ধ্বতনদের মধ্যস্থতায় সবাই ব্যাংক থেকে নিরাপদে বেরিয়ে আসেন।
এই বিষয়ে ব্যাংকটির খুলশী শাখার ব্যবস্থাপক মো. নবীনুর ইসলাম আজ শুক্রবার রাতে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের পরিস্থিতি তৈরির পর আমাদের ঊর্ধ্বতনরা কার্যালয়টিতে আসেন। পরে আঞ্চলিক ও শাখার সব কর্মকর্তা তাঁকে সঙ্গে নিয়ে রাতে বেরিয়ে আসেন। এ সময় আবদুল কাদেরের নিরাপত্তার জন্য তাঁর সঙ্গে দুজন সহকর্মী পাঠানো হয়। তাঁরা রাতে সবাই একসঙ্গে ছিলেন।’
ব্যাংকটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এক তরুণ অফিসারের বদলির আদেশ আসে। ওই কর্মকর্তা এখনো বিয়ে করেনি। তিনি দুই বছর ধরে এখানে কর্মরত আছেন। বদলির আদেশ আসার পর ওই কর্মকর্তা আবেগতাড়িত হয়ে পড়েন। একটি সময় ওই কর্মকর্তা বদলির আদেশ প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তিনি এখান থেকে বের হবে না বলে জানিয়ে দেন অন্য কর্মকর্তাদের। প্রয়োজনে তাঁর লাশ এখান থেকে বের হবে বলেও হুমকি দিয়ে কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্যরা তাঁকে বুঝিয়ে শান্ত করতে ব্যর্থ হন। নিরাপত্তার কারণে ব্যাংকটিতে কর্মরত বাকি অফিসাররা তখন ব্যাংকের ভেতরেই ছিলেন। পরে ব্যাংকের ঊর্ধ্বতনরা এসে আলাপ-আলোচনার পর রাত আড়াইটার দিকে সবাই ব্যাংক থেকে বের হয়ে আসেন।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন, কিন্তু তিনি যেতে চাইছেন না। এটা নিয়ে তিনি কার্যালয়ে অবস্থান নেন। পরে বিষয়টি সমাধানের পর আমরা চলে আসি।
এর আগে এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাংকটির বাইরের চিত্র তুলে ধরে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে