Ajker Patrika

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিতের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। আজ রোববার অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষার জন্য মডেল টেস্ট দেয় বিদ্যালয়ের ১৪১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অকৃতকার্য হয় ২০ জন। অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় তারা গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিনের কক্ষ তালা মেরে দেয়। এ সময় বাঁধা দিলে কয়েক জন শিক্ষকের ওপর হামলা করা হয়। যারা অকৃতকার্য শিক্ষার্থীরা একেক জন ৫ থেকে ৭টি বিষয় ফেল করেছে। তাদের ফরম পূরন করার সুযোগ নেই।

এ নিয়ে জানতে চাইলে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন বলেন, ‘আমি প্রতিষ্ঠানের কাজে বাহিরে ছিলাম। তারা কোন সাহসে আমার রুমে তালা মেরেছে। আমার শিক্ষকদের লাঞ্ছিত করেছে। শুধু তাই নয়, ওইসব শিক্ষার্থীরা ইভটিজিং ও নানা অপকর্মে জড়িয়ে কলেজের পড়ালেখার পরিবেশ নষ্ট করছে। আমরা এর বিচার চাই।’

কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা ৬ জন চিহ্নিত শিক্ষার্থী ও অজ্ঞাতনামা আরও কয়েক জন অভিযুক্তের বিরুদ্ধে আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কলেজের অধ্যক্ষকে এ নিয়ে বিস্তারিত জানতে ফোন দিয়েছিলাম। কিন্তু তাকে পাইনি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মান্নান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত