নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রথমে একজন গিয়ে বাসা পর্যবেক্ষণ করেন। লোকজন না থাকলে সুযোগ বুঝে ঢুকে যান তাঁরা। তারপর শিশুকে নিয়ে দেন চম্পট। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে চুরি করা এক শিশুকে উদ্ধার করার পর চোরচক্রের সদস্যরা এমন তথ্য দিয়েছেন।
শিশু চুরির ঘটনায় গত শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার খবরা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ। চুরি করা ওই শিশুকে ভারতের সীমান্তবর্তী হবিগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, কুলসুম বেগম কুসুম (২৭) ও তাঁর কথিত স্বামী মো. সোহেল (২৯) এবং সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। কুলসুমা রউফাবাদ এলাকায় থাকেন। সোহেলের বাড়ি মৌলভীবাজারে জেলায়। আগে চট্টগ্রাম নগরীতে থাকলেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে তিনি হবিগঞ্জে চলে যান। তাঁর মা খোরশেদা বায়েজিদের আমিন কলোনিতে থাকেন।
চুরি হওয়া দেড় বছর বয়সী শিশুটির মা মুক্তা বেগম পোশাক শ্রমিক ও বাবা আব্দুল খালেক মাংস বিক্রেতা। নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদের রাজা মিয়া কলোনিতে তাঁদের বাড়ি।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘মা-বাবা কর্মস্থলেই ছিলেন। বড় বোন নাজমা বাসায় থাকলেও রান্নায় ব্যস্ত ছিলেন। এর ফাঁকে খালি বাসায় ঢুকে কুলসুম তাঁকে চুরি করেন। আরজুকে না পেয়ে মুক্তা বেগম পুলিশের কাছে অভিযোগ করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী বাসায় ঢুকে শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে কুলসুমাকে আমরা শনাক্ত করি।’
ওসি কামরুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রথমে একজন গিয়ে বাসা পর্যবেক্ষণ করেন। লোকজন না থাকলে সুযোগ বুঝে ঢুকে যান তাঁরা। তারপর শিশুকে নিয়ে দেন চম্পট। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে চুরি করা এক শিশুকে উদ্ধার করার পর চোরচক্রের সদস্যরা এমন তথ্য দিয়েছেন।
শিশু চুরির ঘটনায় গত শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার খবরা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ। চুরি করা ওই শিশুকে ভারতের সীমান্তবর্তী হবিগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, কুলসুম বেগম কুসুম (২৭) ও তাঁর কথিত স্বামী মো. সোহেল (২৯) এবং সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। কুলসুমা রউফাবাদ এলাকায় থাকেন। সোহেলের বাড়ি মৌলভীবাজারে জেলায়। আগে চট্টগ্রাম নগরীতে থাকলেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে তিনি হবিগঞ্জে চলে যান। তাঁর মা খোরশেদা বায়েজিদের আমিন কলোনিতে থাকেন।
চুরি হওয়া দেড় বছর বয়সী শিশুটির মা মুক্তা বেগম পোশাক শ্রমিক ও বাবা আব্দুল খালেক মাংস বিক্রেতা। নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদের রাজা মিয়া কলোনিতে তাঁদের বাড়ি।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘মা-বাবা কর্মস্থলেই ছিলেন। বড় বোন নাজমা বাসায় থাকলেও রান্নায় ব্যস্ত ছিলেন। এর ফাঁকে খালি বাসায় ঢুকে কুলসুম তাঁকে চুরি করেন। আরজুকে না পেয়ে মুক্তা বেগম পুলিশের কাছে অভিযোগ করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী বাসায় ঢুকে শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে কুলসুমাকে আমরা শনাক্ত করি।’
ওসি কামরুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১১ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
১৬ মিনিট আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শান্তি মিছিলের নামে সহিংসতা, নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১৫৪ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের
২৩ মিনিট আগে