নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।
চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১২ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে