Ajker Patrika

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি জেলে আহত 

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি জেলে আহত 

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মো. হোসেন আলী (৫০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এতে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হলেও ডান পায়ের কবজি উড়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে এ ঘটনা ঘটেছে। 

আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালু খালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতের পরিবার জানায়, বুধবার বিকেলে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ ধরতে যান জেলে হোসেন আলী। সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান থেকে তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ডান পায়ের কবজি উড়ে যায় এবং বাম পায়েও গুলি লাগে। 

এ সময় সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নাফ নদীতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। তবে কার ছোড়া গুলিতে জেলে আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ ইউএনও বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত