Ajker Patrika

চন্দনাইশে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন

চট্টগ্রামের চন্দনাইশে বিয়ের দাবিতে রকি সরকার (৩০) নামে এক প্রেমিকের বাড়ির সামনে অনশন করেছেন প্রেমিকা (৩০)। যশোর থেকে ছুটে এসে গতকাল বুধবার সকালে রকির জোয়ারা বদুরপাড়া এলাকার বাড়িতে অবস্থান নেন। অভিযুক্ত রকি সরকার ওই এলাকার তপন সরকারের ছেলে।

ওই প্রেমিকা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিগত ৩ বছর ধরে তাঁর কোনো যোগাযোগ নেই। তাই দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্য বিগত ২০২১ সালের মাঝামাঝি সময় ফেসবুক ম্যারেজ মিডিয়ায় একটি পোস্ট দেন। সেখান থেকে রকি সরকার তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে শুরু হয় প্রেমের সম্পর্ক। এভাবে তাঁর সম্পর্কে সবকিছু জেনে রকি সরকার তাঁকে উকিল দ্বারা রেজিস্ট্রি করে বিয়ে করার আশ্বাস দেন। এ ছাড়া বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা ধার নেন রকি। এরই মধ্যে রকি সরকার তাঁকে বিয়ে করার ব্যাপারে তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন বলে জানা যায়। 

পরবর্তীতে গত ২৯ এপ্রিল রকি সরকার তার পরিবারকে চূড়ান্তভাবে জানায় যে গোধূলি লগ্নে তাকে বিয়ে করবে এবং বিয়ের আয়োজন করতে বলে। তার কথা মতো গত ৬ মে বিয়ের তারিখ ঠিক করে বিয়ের আয়োজন করা হলেও রকি সরকার আর যায়নি। সর্বশেষ তিনি জানান যে, তিনি এ পর্যন্ত যা করেছেন ভুল করেছে এবং তাকে ভুলে যেতে বলেন। এরপর রকি সরকারের মোবাইল ফোনও বন্ধ করেন। গত মঙ্গলবার চন্দনাইশের জোয়ারা বদুরপাড়া সরকার বাড়িতে চলে আসেন। বাড়িতে রকি সরকারকে না পেয়ে রকির বাড়ির সামনে অনশন শুরু করে এবং আত্মহত্যার হুমকি দেন। 

স্থানীয় কমিশনার মো. শাহেদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে ওই নারী তাঁর সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি চন্দনাইশ থানায় অবহিত করেন। পরে চন্দনাইশ থানা-পুলিশ ওই নারীকে থানায় নিয়ে যায় এবং যে এলাকায় ঘটনা ঘটেছে সে এলাকায় গিয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

এদিকে রকির বাবা তপন সরকার থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন। তপন সরকারের বরাত দিয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, তাঁর ছেলের সঙ্গে সামাজিক মাধ্যমে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। তপন সরকারের দাবি তাঁর ছেলের বয়স ২০ বছর। তার কম বয়সী ছেলেকে ওই ফুসলিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তিনি এ ঘটনার প্রতিকার চেয়েছেন বলে জানান ওসি। 

ওসি মো. আনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ওই নারী চন্দনাইশ সদরে এসে একটি সেলুন থেকে ব্লেড নিয়ে নিজের হাত কাটেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে আজ তাঁকে যশোরে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত