Ajker Patrika

এক স্টেশনে অভিযানে সাড়ে ৫৯ হাজার টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক স্টেশনে অভিযানে সাড়ে ৫৯ হাজার টাকা আদায়

কুমিল্লার জেলার লাকসাম স্টেশনে বিভিন্ন ট্রেনে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে অবৈধভাবে ওঠা ২১৭ জন যাত্রী থেকে ৫৯ হাজার ৫৯০ টাকা আদায় করা হয়।

আনসার আলী জানান, টিকিটবিহীন ২১৭ জন যাত্রী থেকে ভাড়া বাবদ ৩৩ হাজার ৭৪০ টাকা, জরিমানা ২৫ হাজার ৮৫০ টাকাসহ ৫৯ হাজার ৫৯০ টাকা আদায় করা হয়।

আনসার আলী আরও জানান, সামনের দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত