সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার ইমান আলী মৌলভীবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীসহ বিত্তশালী সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, তাঁরা সবাই মধ্যবিত্ত। তাঁরা নিজ উপার্জনে সম্মানের সঙ্গে দিন যাপন করতেন। কিন্তু হঠাৎ সংগঠিত অগ্নিকাণ্ডে সঙ্গে থাকা পরনের কাপড় ছাড়া সবকিছু হারিয়ে আজ নিঃস্ব তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই ছয় পরিবারকে পুনর্বাসনে আমরা যদি সবাই নিজ উদ্যোগে এগিয়ে আসি, তাহলে তারা অচিরেই আগের অবস্থায় ফিরে যাবে।’
নগদ অর্থ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোরসালিন, কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বদিউল আলম বদরুল, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্যসচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসন আলী, সহসভাপতি মহসিনসহ প্রমুখ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার ইমান আলী মৌলভীবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীসহ বিত্তশালী সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, তাঁরা সবাই মধ্যবিত্ত। তাঁরা নিজ উপার্জনে সম্মানের সঙ্গে দিন যাপন করতেন। কিন্তু হঠাৎ সংগঠিত অগ্নিকাণ্ডে সঙ্গে থাকা পরনের কাপড় ছাড়া সবকিছু হারিয়ে আজ নিঃস্ব তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই ছয় পরিবারকে পুনর্বাসনে আমরা যদি সবাই নিজ উদ্যোগে এগিয়ে আসি, তাহলে তারা অচিরেই আগের অবস্থায় ফিরে যাবে।’
নগদ অর্থ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোরসালিন, কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বদিউল আলম বদরুল, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্যসচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসন আলী, সহসভাপতি মহসিনসহ প্রমুখ।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৮ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৩ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৮ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে