Ajker Patrika

যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকার দায়িত্বভার নেন সোহেল। 

এজাহারে আরও বলা হয়, মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলকে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘোরাতে থাকেন সোহেল। সর্বশেষ গত মঙ্গলবার কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে তিনি মসজিদের পাওনা অস্বীকার করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘মসজিদের টাকা আত্মসাৎ করেছে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি। টাকা চাইলে তিনি মারধর ও পদবির হুমকি প্রদান করে।’ 

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। 

অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানা মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের কপি হাতে পেলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত