ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকার দায়িত্বভার নেন সোহেল।
এজাহারে আরও বলা হয়, মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলকে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘোরাতে থাকেন সোহেল। সর্বশেষ গত মঙ্গলবার কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে তিনি মসজিদের পাওনা অস্বীকার করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘মসজিদের টাকা আত্মসাৎ করেছে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি। টাকা চাইলে তিনি মারধর ও পদবির হুমকি প্রদান করে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানা মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের কপি হাতে পেলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকার দায়িত্বভার নেন সোহেল।
এজাহারে আরও বলা হয়, মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলকে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘোরাতে থাকেন সোহেল। সর্বশেষ গত মঙ্গলবার কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে তিনি মসজিদের পাওনা অস্বীকার করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘মসজিদের টাকা আত্মসাৎ করেছে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি। টাকা চাইলে তিনি মারধর ও পদবির হুমকি প্রদান করে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানা মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের কপি হাতে পেলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১৭ মিনিট আগে