Ajker Patrika

রাঙ্গুনিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে আরেক কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে আরেক কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফের বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর নাম মো. আবদুল আজিজ (৬৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় এ ঘটনা ঘটে। 

আবদুল আজিজ পদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের গুরু মিয়ার (মৃত) ছেলে। তিনি বাড়ি থেকে অদূরে বেগুন, করলাসহ নানা ধরনের সবজি চাষ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবদুল আজিজের ছেলে মো. ওমর ফারুক বলেন, ‘রাতে সবজি খেত দেখতে গিয়েছিলেন বাবা। সকালে অন্য কৃষকেরা বাবার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। তাঁরা জানান, হাতির আক্রমণে বাবার মৃত্যু হয়েছে।’ 

রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, ‘হাতির আক্রমণে ত্রিপুরা সুন্দরী এলাকার আবদুল আজিজ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আমরা আইন অনুয়ায়ী ক্ষতিপূরণ দেওয়াসহ সম্ভব সব সহযোগিতা করব।’ 

এর আগে গত রোববার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১ নম্বর ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত