Ajker Patrika

নোয়াখালী জেলা কারাগারের হাজতির মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা কারাগারের হাজতির মৃত্যু 

নোয়াখালী জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল বাশার বাদশা (৪৬)। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আবুল বাশার মাদক মামলায় গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। তিনি বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের গোলাম রহমানের ছেলে। 

কারাগার সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে মাদক মামলায় গ্রেপ্তারের পর বাশারকে কারাগারে পাঠানো হয়। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে একাধিকবার হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সুস্থতা অনুভব করায় তাঁকে কারাগারে নেওয়া হয়। 

আজ দুপুরে আবারও তিনি অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। তিনি ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজতে বন্দী রয়েছেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় এ মামলা করা হয়। 

জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, বাদশা হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তাঁর বুকে ব্যথা উঠত। একাধিকবার তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত