Ajker Patrika

থাইল্যান্ডের হাসপাতালের অফিস এখন চট্টগ্রামে, ফ্রি সহায়তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গতকাল চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় মেডপার্ক হাসপাতালের অফিসের। ছবি: আজকের পত্রিকা
গতকাল চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় মেডপার্ক হাসপাতালের অফিসের। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে যান। তবে তথ্যের ঘাটতি, ভাষাগত জটিলতা, সময়সূচি মিলিয়ে নেওয়া কিংবা ভিসা প্রক্রিয়ার জটিলতায় রোগী ও স্বজনদের বিড়ম্বনায় পড়তে হয়। সেই বিড়ম্বনা কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামেই চালু হলো থাইল্যান্ডের বিখ্যাত মেডপার্ক হাসপাতালের অফিস।

গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মেডপার্ক হাসপাতালের চট্টগ্রাম অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলেন, এই অফিস থেকে রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই মেডপার্ক হাসপাতালের চিকিৎসা–সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবে। এর মধ্যে রয়েছে, উপযুক্ত চিকিৎসক নির্বাচন, ট্রিটমেন্ট প্ল্যান তৈরি, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, দোভাষীর ব্যবস্থা এবং ভিসা ইনভিটেশন লেটার ইস্যু।

এ ছাড়া জরুরি রোগীদের জন্য থাকবে এয়ার অ্যাম্বুলেন্স সেবা, ভিসা সহায়তা, বিমান টিকিট বুকিং, হোটেল ও যাতায়াতের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা।

চট্টগ্রাম অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন, মেডপার্ক হাসপাতালের কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. সুওয়াচাই, অর্থোপেডিক সার্জন ডা. ওয়াইউইথ, হাসপাতালের বিপণন পরিচালক টিপারিন, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী সারহান সাইফ এবং অপারেশনস ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

মেডপার্ক বাংলাদেশের প্রতিনিধি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—উন্নত চিকিৎসাসেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও মানবিক করে তোলা। চট্টগ্রাম অফিস চালুর মাধ্যমে এখন আমরা আরও কাছাকাছি। ঢাকা হোক কিংবা চট্টগ্রাম—মেডপার্ক সবসময় আপনার পাশে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত