মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
শীতের আগমনে অতিথি পাখির কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরো চর, চরওমেদ, জহিরাবাদ চর, চর হুরমহিষা, চর এলেন, চর জিংকিং, চর ওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের মেলা বসেছে।
বিচিত্র পাখপাখালির মধুময় কলতানে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে এখানকার জনপদ। বছরজুড়ে হরেক রকম পাখির সমাবেশে সরব থাকলেও, শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। এদের সঙ্গে যোগ দেয় সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আগত পাখির দল। এরই মধ্যে হাজারো প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করেছে বিচিত্র ও বর্ণিল অতিথি পাখি।
ইব্রাহিম গাজী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অতিথি পাখি। দল বেঁধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে অনেকে পাখি দেখতে এখানে ছুটে আসেন।’
তবে এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ, ধান ও ছোট ছোট মাছের সঙ্গে বিষ মিশিয়ে পাখি শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। চরে আশ্রয় নেওয়া পাখিরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। এ ছাড়া অতিথি পাখিরা আবাসস্থল, বিচরণভূমি ও খাদ্যের সংকটেও রয়েছে।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতের শুরুতে মতলব উত্তরের বিভিন্ন চরে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শীতের আগমনে অতিথি পাখির কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরো চর, চরওমেদ, জহিরাবাদ চর, চর হুরমহিষা, চর এলেন, চর জিংকিং, চর ওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের মেলা বসেছে।
বিচিত্র পাখপাখালির মধুময় কলতানে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে এখানকার জনপদ। বছরজুড়ে হরেক রকম পাখির সমাবেশে সরব থাকলেও, শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। এদের সঙ্গে যোগ দেয় সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আগত পাখির দল। এরই মধ্যে হাজারো প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করেছে বিচিত্র ও বর্ণিল অতিথি পাখি।
ইব্রাহিম গাজী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অতিথি পাখি। দল বেঁধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে অনেকে পাখি দেখতে এখানে ছুটে আসেন।’
তবে এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ, ধান ও ছোট ছোট মাছের সঙ্গে বিষ মিশিয়ে পাখি শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। চরে আশ্রয় নেওয়া পাখিরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। এ ছাড়া অতিথি পাখিরা আবাসস্থল, বিচরণভূমি ও খাদ্যের সংকটেও রয়েছে।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতের শুরুতে মতলব উত্তরের বিভিন্ন চরে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৫ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩০ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৫ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে