চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করেছেন ২০ জন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ১১ ও হল সংসদে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়া তথ্যগত ভুলসহ বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (ভিপি) ; যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ; খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক; আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক; গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক; সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে একজন করে মোট সাতজন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে দুজন, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ ছাড়া হল সংসদে আলাওল হল থেকে ভিপি; শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে এজিএস; অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের নির্বাহী সদস্য; বিজয়-২৪ হলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক; দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক; শহীদ ফরহাদ হোসেন হলের ভিপি প্রার্থী এবং সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক; শাহজালাল হলে এজিএস এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদগুলোয় একজন করে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে তথ্যগত ভুলসহ অন্যান্য কিছু ভুলের কারণে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে কেন্দ্রীয় সংসদে লড়াই করতে ৪২৯ জন ও হল সংসদ থেকে ৫০২ জন মনোনয়নপত্র জমা দেন। সেই হিসাবে এখন কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচন করতে প্রার্থী হচ্ছেন ৪১৪ ও হল সংসদে ৪৯৩ জন।
এ বিষয়ে অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে আমাদের কাছে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া তথ্যগত ভুল থাকায় চার প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
এ কে এম আরিফুল হক সিদ্দিকী আরও বলেন, ‘নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা যে ডোপ টেস্টের নমুনা দিয়েছেন, তার ফল এখনো আমাদের কাছে আসেনি। দ্রুতই আমরা সেগুলো হাতে পাব। যদি কারও পজিটিভ আসে, তাহলে চূড়ান্ত তালিকা থেকে তাঁদের প্রার্থিতা বাতিল করা হবে।’
উল্লেখ্য, চাকসু নির্বাচনে ভোটার মোট ২৭ হাজার ৬৩৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন ও নারী ১১ হাজার ৩২৯ জন। আগে ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রচারের সময় কম পাওয়ায় প্রার্থীদের অনুরোধে ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করেছেন ২০ জন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ১১ ও হল সংসদে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়া তথ্যগত ভুলসহ বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (ভিপি) ; যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ; খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক; আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক; গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক; সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে একজন করে মোট সাতজন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে দুজন, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ ছাড়া হল সংসদে আলাওল হল থেকে ভিপি; শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে এজিএস; অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের নির্বাহী সদস্য; বিজয়-২৪ হলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক; দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক; শহীদ ফরহাদ হোসেন হলের ভিপি প্রার্থী এবং সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক; শাহজালাল হলে এজিএস এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদগুলোয় একজন করে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে তথ্যগত ভুলসহ অন্যান্য কিছু ভুলের কারণে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে কেন্দ্রীয় সংসদে লড়াই করতে ৪২৯ জন ও হল সংসদ থেকে ৫০২ জন মনোনয়নপত্র জমা দেন। সেই হিসাবে এখন কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচন করতে প্রার্থী হচ্ছেন ৪১৪ ও হল সংসদে ৪৯৩ জন।
এ বিষয়ে অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে আমাদের কাছে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া তথ্যগত ভুল থাকায় চার প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
এ কে এম আরিফুল হক সিদ্দিকী আরও বলেন, ‘নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা যে ডোপ টেস্টের নমুনা দিয়েছেন, তার ফল এখনো আমাদের কাছে আসেনি। দ্রুতই আমরা সেগুলো হাতে পাব। যদি কারও পজিটিভ আসে, তাহলে চূড়ান্ত তালিকা থেকে তাঁদের প্রার্থিতা বাতিল করা হবে।’
উল্লেখ্য, চাকসু নির্বাচনে ভোটার মোট ২৭ হাজার ৬৩৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন ও নারী ১১ হাজার ৩২৯ জন। আগে ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রচারের সময় কম পাওয়ায় প্রার্থীদের অনুরোধে ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
রংপুরের হারাটি উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে বেত দিয়ে মারধরের অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
৪০ মিনিট আগেপ্রতিটি জায়গায় দুর্বলতা দেখিয়ে আসছে বলেই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা কমে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে...
১ ঘণ্টা আগে১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে মামলাটি করেন ভুক্তভোগী আকাশ।
১ ঘণ্টা আগেমাদারীপুরের সাগর বালা অভি (২২) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ইতালির পুলিশ। ইতালি থেকে অভির মৃত্যুর খবর এলে পরিবারে শুরু হয় শোকের মাতম। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মৃত্যুর খবর পান দেশে থাকা পরিবারের লোকজন। তাঁর পরিবারকে খবরটি জানান নিহত অভির মামাতো ভাই ইতালিপ্রবাসী শুভ বালা ও
১ ঘণ্টা আগে