Ajker Patrika

হাটহাজারীতে ইউপি উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২৩: ০৭
হাটহাজারীতে ইউপি উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ 

চট্টগ্রামের হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার ইউপির ১৬ নম্বর খন্দকিয়ার ইউনুচনগর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

এর আগে সকালে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টার দিকে একটি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থী নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনীগন্ধা) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ যাওয়ার পর তারা সটকে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’ 

হাটহাজারীতে ইউপি উপনির্বাচনে পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: আজকের পত্রিকা উপনির্বাচনে ৩৯ হাজার ৮৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোটকেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করছেন। সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভোট গ্রহণের জন্য এক প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন। 

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বহিষ্কৃত দুই প্রার্থীসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত