Ajker Patrika

মিয়ানমার সীমান্তের ওপারে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেওয়া হলো

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ১৩ মে ২০২৪, ২০: ২২
মিয়ানমার সীমান্তের ওপারে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেওয়া হলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে হত্যার শিকার বাংলাদেশি যুবক আবুল কালামের (২৮) লাশ গভীর রাতে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ)। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত আবুল কালামের স্ত্রী আরেফা মণি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার রাত ১২টার দিকে তাঁর স্বামীর লাশ স্বামীর ভাইয়েরা বাড়িতে লাশ নিয়ে আসেন। তাঁরাই মিয়ানমার বাহিনীর কাছ থেকে লাশ গ্রহণ করেন।

আরেফা মণি বলেন, তাঁর স্বামীকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁর দুটি সন্তান রয়েছে। বাড়িতে খাবার নেই, কোনো টাকাপয়সা নেই। তিনি চরম বেকায়দায় পড়েছেন।

আবুল কালামের ভাই আবু তাহের বলেন, গতকাল রোববার কয়েক দফা লাশ ফেরত দেওয়ার কথা বলে সীমান্তে দাঁড় করিয়ে রাখা হয়। পরে মধ্যরাতে বিজিবির পাহারায় লাশ ফেরত দেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, গতকাল রোববার দুপুর থেকে তিন দফা লাশ ফেরত দেওয়ার কথা বলে নিহত আবুল কালামের স্বজনদের সীমান্তের ৪৮ পিলারের কাছে আরকান ঘাট নামক স্থানে বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত গভীর রাতে লাশ ফেরত দিয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে বেনডুলা বাজার এলাকায় গরু আনতে গিয়ে আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত