Ajker Patrika

আন্দোলনে নিহত কাইয়ুমের পরিবারের পাশে কুবি শিক্ষক সমিতি

কুবি প্রতিনিধি
আন্দোলনে নিহত কাইয়ুমের পরিবারের পাশে কুবি শিক্ষক সমিতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ২ লাখ ২৫ হাজার ২৪৫ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। চেকটি শহীদ কাইয়ুমের পরিবারের পক্ষে তাঁর বন্ধুরা গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মানসহ শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকরা। 

উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, ‘এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছি। এখন শিক্ষক সমিতিও উদ্যোগ নিয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এটি আমাদের শিক্ষকদের মধ্য থেকে ছোট্ট একটি অবদান। ভবিষ্যতেও যদি কাইয়ুমের পরিবারের কোনো সহায়তা প্রয়োজন হয় আমরা শিক্ষকরা অবশ্যই তার পরিবারের পাশে দাঁড়াব।’ 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বের হয়ে কুবি শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম পুলিশের গুলিতে নিহত হন। এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত