লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ব্যানারে তাঁর না দেওয়ায় মাহফিলে বাধা দেন। এ কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব এ কথা বলেছেন।
এ বিষয়ে স্থানীয় মাহবুবুর রহমান, জামাল উদ্দিন কবির ও আহছান হাবিব বলেন, আজ শুক্রবার বেলা ৩টায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখতে বলেন। এ সময় তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে ফেলেন। বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়। এ কারণে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়।
বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, ‘ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমকে মাহফিলে প্রধান অতিথি করা হয়। এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কিছুই বলা হয়নি। আমি যেহেতু বিএনপির রাজনীতি করি, এ জন্য আমাকে বিষয়টি জানাতে পারত। তখন কাকে রাখা যায়, তা নিয়ে সমন্বয় করা যেত। তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি।’
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, ‘মাহফিল বন্ধ করা কোনোভাবেই ঠিক হয়নি। যাঁরা করেছেন, তাঁরা অন্যায় করেছেন। এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘মাহফিলের বিষয়টি স্থানীয় বিষয়। কিন্তু যারা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে জড়িয়ে কথা বলছেন, এটা ঠিক নয়। কারণ বিষয়টি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বা বিএনপির কোনো নেতা-কর্মী জানেন না। মাহফিলের স্থান নিয়ে কোনো ঝামেলা থাকলে সেটা স্থানীয়ভাবে মীমাংসা করা উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘মাহফিল বন্ধের বিষয়টি কেউ জানায়নি। কী কারণে মাহফিল বন্ধ, সেটা জানি না। আজ সন্ধ্যায় বিষয়টি জানার পর খোঁজখবর নিচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মাহফিল বন্ধ করে দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের লোকজন একে অপরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন।
নুর আলম জিকু নামের একজন নিজের ফেসবুকে লিখেন, ‘যারা তাফসির মাহফিল বন্ধ করে বাধা দিচ্ছেন, তাদের ওপর আল্লার গজব পড়ুক।’ সৌরভ হোসেন নামের একজন লিখেন, ‘যারা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে খারাপ মন্তব্য করেন, তারা ঠিক করেননি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী একজন জাতীয় নেতা। তার সঙ্গে অন্য কারও তুলনা হয় না।’ ওমর ফারুক সেলিম লিখেন, ‘ওয়াজ মাহফিল পাবলিকের টাকায় হয়, এইখানে কোনো নির্দিষ্ট দলের প্রধান অতিথি বানানো কি প্রয়োজন। আলেমরাই তাদের দাওয়াত দিয়ে নিয়ে আসেন।’
জাকির হোসেন নামের একজন লিখেন, ‘মাহফিল বন্ধ করে নয়, আগে আদর্শিকভাবে নিজেদের তৈরি করুন।’ আবার অনেকে লিখেন জামায়াত নেতা ড. রেজাউল করিমকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ। কেউ বলেন, ‘ড. রেজাউল করিম অসুস্থ থাকায় মাহফিলে আসতে পারবেন না বলে মাহফিল বন্ধ করে দেয় আয়োজক কমিটি। যাদের কাছ থেকে মাহফিলের নামে কালেকশন করেছেন, তাদের টাকাগুলো ফিরিয়ে না দেওয়ার এটি একটি কৌশল।’
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ব্যানারে তাঁর না দেওয়ায় মাহফিলে বাধা দেন। এ কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব এ কথা বলেছেন।
এ বিষয়ে স্থানীয় মাহবুবুর রহমান, জামাল উদ্দিন কবির ও আহছান হাবিব বলেন, আজ শুক্রবার বেলা ৩টায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখতে বলেন। এ সময় তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে ফেলেন। বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়। এ কারণে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়।
বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, ‘ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমকে মাহফিলে প্রধান অতিথি করা হয়। এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কিছুই বলা হয়নি। আমি যেহেতু বিএনপির রাজনীতি করি, এ জন্য আমাকে বিষয়টি জানাতে পারত। তখন কাকে রাখা যায়, তা নিয়ে সমন্বয় করা যেত। তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি।’
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, ‘মাহফিল বন্ধ করা কোনোভাবেই ঠিক হয়নি। যাঁরা করেছেন, তাঁরা অন্যায় করেছেন। এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘মাহফিলের বিষয়টি স্থানীয় বিষয়। কিন্তু যারা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে জড়িয়ে কথা বলছেন, এটা ঠিক নয়। কারণ বিষয়টি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বা বিএনপির কোনো নেতা-কর্মী জানেন না। মাহফিলের স্থান নিয়ে কোনো ঝামেলা থাকলে সেটা স্থানীয়ভাবে মীমাংসা করা উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘মাহফিল বন্ধের বিষয়টি কেউ জানায়নি। কী কারণে মাহফিল বন্ধ, সেটা জানি না। আজ সন্ধ্যায় বিষয়টি জানার পর খোঁজখবর নিচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মাহফিল বন্ধ করে দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের লোকজন একে অপরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন।
নুর আলম জিকু নামের একজন নিজের ফেসবুকে লিখেন, ‘যারা তাফসির মাহফিল বন্ধ করে বাধা দিচ্ছেন, তাদের ওপর আল্লার গজব পড়ুক।’ সৌরভ হোসেন নামের একজন লিখেন, ‘যারা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে খারাপ মন্তব্য করেন, তারা ঠিক করেননি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী একজন জাতীয় নেতা। তার সঙ্গে অন্য কারও তুলনা হয় না।’ ওমর ফারুক সেলিম লিখেন, ‘ওয়াজ মাহফিল পাবলিকের টাকায় হয়, এইখানে কোনো নির্দিষ্ট দলের প্রধান অতিথি বানানো কি প্রয়োজন। আলেমরাই তাদের দাওয়াত দিয়ে নিয়ে আসেন।’
জাকির হোসেন নামের একজন লিখেন, ‘মাহফিল বন্ধ করে নয়, আগে আদর্শিকভাবে নিজেদের তৈরি করুন।’ আবার অনেকে লিখেন জামায়াত নেতা ড. রেজাউল করিমকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ। কেউ বলেন, ‘ড. রেজাউল করিম অসুস্থ থাকায় মাহফিলে আসতে পারবেন না বলে মাহফিল বন্ধ করে দেয় আয়োজক কমিটি। যাদের কাছ থেকে মাহফিলের নামে কালেকশন করেছেন, তাদের টাকাগুলো ফিরিয়ে না দেওয়ার এটি একটি কৌশল।’
চট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
২ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১৬ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩৩ মিনিট আগেবিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে