Ajker Patrika

বিএনপি পাগল হয়ে গেছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
বিএনপি পাগল হয়ে গেছে: ওবায়দুল কাদের

বিএনপি পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির মাথা খারাপ, সুপার ফ্লপ। ১০ ডিসেম্বর সুপার ফ্লপ। টার্গেট মিস হয়ে গেছে। এখন বেপরোয়া কথাবার্তা, বেপরোয়া চালকের মতোই বেপরোয়া। কখন যে অ্যাক্সিডেন্ট ঘটায় বলা মুশকিল।’

আজ মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছি, সেমিফাইনালেও গোল দেব। ইনশা আল্লাহ ফাইনালেও আমরা জিতব। ফাইনাল মানেই নির্বাচন।’ 

জিয়াউর রহমানকে ৭৫ এর মাস্টার মাইন্ড উল্লেখ করে সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের পঞ্চম সংশোধনী এনে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, আইন করে এই মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছেন। সেদিন যদি বঙ্গবন্ধু হত্যা না হতো, তাহলে আরেকটি চক্র জিয়াউর রহমানকে হত্যার সাহস পেত না। ভাগ্যক্রমে ৭৫ এ শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে গিয়েছিলেন। ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছে। এর মাস্টার মাইন্ডও তারেক।’

দলীয় নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে বসন্তের কোকিলের প্রয়োজন নেই। দলের নামে কেউ অপকর্ম করবেন না। মনে রাখবেন সাধারণ মানুষ ভয়ে আপনাদের কিছু বলে না। কিন্তু মানুষ সব জানে ও বুঝে।’ 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন। মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, ‘বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে তা ভেঙে দিতে হবে, এটা শেখ হাসিনার কথা।’ শেখ হাসিনার এ নির্দেশ মেনে চলতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। 

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা যত দিন সুস্থ থাকবেন তত দিন জনগণের ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। এটা আস্থা রাখা যায়। দেশের মানুষের আস্থা আছে, আবারও ২০২৪ সালের নির্বাচনে বিজয় হয়ে শেখ হাসিনা ক্ষমতায় যাবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’ 

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন,  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত ভুষণ বড়ুয়া, মাহাফুজুল হায়দার রোটনসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত