সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান তুষার। বুধবার বিকেলে সন্দ্বীপের কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে ঢাকার সন্দ্বীপ ছাত্র ফোরাম আয়োজিত ঈদ পুনর্মিলনী, নবীনবরণ ও কৃতী সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
তুষার বলেন, সন্দ্বীপের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষক সংকট। শিক্ষকের অভাবে সন্দ্বীপের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। সন্দ্বীপে একটি সরকারি কলেজ রয়েছে। এক সময় এটি উত্তর চট্টগ্রামে শিক্ষার আলো বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছে। বর্তমানে শিক্ষক সংকটে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারছে না।
ছাত্রলীগের এই নেতা বলেন, সংকটের ভেতরও সন্দ্বীপের শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ১০ থেকে ১৫ জন সন্দ্বীপের ছেলে-মেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও শতাধিক সন্দ্বীপের শিক্ষার্থী পড়ার সুযোগ পাচ্ছে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে এর সংখ্যা কয়েক শ ছাড়াবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘আমাদের চলার পথ মসৃণ না। এরপরও অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে আরও পাবে। সন্দ্বীপের যাতায়াত সমস্যা নিরসনে আমরা কাজ করছি। সন্দ্বীপে বিদ্যুৎ এসেছে। প্রধানমন্ত্রীর হাত ধরে ধীরে ধীরে আমাদের সব সমস্যার সমাধান হবে।’
উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বলেন, ‘সন্দ্বীপের শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে আমরা প্রস্তুত আছি। কেউ কোনো সমস্যা নিয়ে আসলে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সাহায্য করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, ‘সন্দ্বীপের কোনো শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যদি টাকার অভাবে ভর্তি হতে না পারে, তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে তাঁকে সহায়তা করব।’
ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জের সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম, সন্দ্বীপের সাব-রেজিস্ট্রার ও ফোরামের সাবেক সভাপতি আব্দুস সোবহান, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ফোরামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান তুষার। বুধবার বিকেলে সন্দ্বীপের কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে ঢাকার সন্দ্বীপ ছাত্র ফোরাম আয়োজিত ঈদ পুনর্মিলনী, নবীনবরণ ও কৃতী সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
তুষার বলেন, সন্দ্বীপের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষক সংকট। শিক্ষকের অভাবে সন্দ্বীপের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। সন্দ্বীপে একটি সরকারি কলেজ রয়েছে। এক সময় এটি উত্তর চট্টগ্রামে শিক্ষার আলো বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছে। বর্তমানে শিক্ষক সংকটে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারছে না।
ছাত্রলীগের এই নেতা বলেন, সংকটের ভেতরও সন্দ্বীপের শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ১০ থেকে ১৫ জন সন্দ্বীপের ছেলে-মেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও শতাধিক সন্দ্বীপের শিক্ষার্থী পড়ার সুযোগ পাচ্ছে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে এর সংখ্যা কয়েক শ ছাড়াবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘আমাদের চলার পথ মসৃণ না। এরপরও অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে আরও পাবে। সন্দ্বীপের যাতায়াত সমস্যা নিরসনে আমরা কাজ করছি। সন্দ্বীপে বিদ্যুৎ এসেছে। প্রধানমন্ত্রীর হাত ধরে ধীরে ধীরে আমাদের সব সমস্যার সমাধান হবে।’
উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বলেন, ‘সন্দ্বীপের শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে আমরা প্রস্তুত আছি। কেউ কোনো সমস্যা নিয়ে আসলে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সাহায্য করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, ‘সন্দ্বীপের কোনো শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যদি টাকার অভাবে ভর্তি হতে না পারে, তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে তাঁকে সহায়তা করব।’
ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জের সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম, সন্দ্বীপের সাব-রেজিস্ট্রার ও ফোরামের সাবেক সভাপতি আব্দুস সোবহান, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ফোরামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৯ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে