মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ দুপক্ষের নেতা-কর্মীই রয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘রোববার রাতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ আমাদের বেশ কজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কাশবন রেস্টুরেন্টে চা-নাশতা খেতে যাই। সেখান থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমার এবং নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।’
আজিজুর রহমান বলেন, ‘উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের ওপর এই ন্যক্কারজনক হামলা চালায় ৷ আমাদের সফলতা, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নোংরা হামলায় আমাদের বেশ কজন নেতা-কর্মী আহত হয়েছে ৷ পুলিশকে ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি ৷ তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল।’
এ ব্যাপারে জানতে চাইলে গাজী নিজাম বলেন, ‘বারইয়ারহাট বড় বাজার। এখানে নিয়মিত আমাদের শত শত নেতা-কর্মী অবস্থান করে। কাশবন হোটেলের সামনে আমাদের ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতা-কর্মী দাঁড়িয়ে ছিল। তাদের অনুসারী নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের নিয়ে কটূক্তি করে। সেটি বাগ্বিতণ্ডায় গড়ায়। তারাই প্রথমে হামলা করে। তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী আহত হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘হামলায় আহত হওয়া চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। মাওলা নামে একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এটা মনে হয় তাঁদের দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ দুপক্ষের নেতা-কর্মীই রয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘রোববার রাতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ আমাদের বেশ কজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কাশবন রেস্টুরেন্টে চা-নাশতা খেতে যাই। সেখান থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমার এবং নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।’
আজিজুর রহমান বলেন, ‘উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের ওপর এই ন্যক্কারজনক হামলা চালায় ৷ আমাদের সফলতা, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নোংরা হামলায় আমাদের বেশ কজন নেতা-কর্মী আহত হয়েছে ৷ পুলিশকে ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি ৷ তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল।’
এ ব্যাপারে জানতে চাইলে গাজী নিজাম বলেন, ‘বারইয়ারহাট বড় বাজার। এখানে নিয়মিত আমাদের শত শত নেতা-কর্মী অবস্থান করে। কাশবন হোটেলের সামনে আমাদের ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতা-কর্মী দাঁড়িয়ে ছিল। তাদের অনুসারী নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের নিয়ে কটূক্তি করে। সেটি বাগ্বিতণ্ডায় গড়ায়। তারাই প্রথমে হামলা করে। তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী আহত হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘হামলায় আহত হওয়া চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। মাওলা নামে একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এটা মনে হয় তাঁদের দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৯ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে