চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। আজ সোমবার সকালে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা–পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সিআইডি পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তাঁর দুজন ছেলে সন্তান রয়েছে। রুপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা লিটন হাজারা বলেন, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি পেশায় রং মিস্ত্রি। রোববার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, ‘নাসির উদ্দীন দেওয়ান তাঁর স্ত্রী রুপা বেগমকে ধারালো দা দিয়ে গলা জবাই করে হত্যা করেছে এমন খবরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন আমাদের সাথে সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক তদন্তের কাজ শুরু করেছে।’
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। আজ সোমবার সকালে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা–পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সিআইডি পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তাঁর দুজন ছেলে সন্তান রয়েছে। রুপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা লিটন হাজারা বলেন, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি পেশায় রং মিস্ত্রি। রোববার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, ‘নাসির উদ্দীন দেওয়ান তাঁর স্ত্রী রুপা বেগমকে ধারালো দা দিয়ে গলা জবাই করে হত্যা করেছে এমন খবরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন আমাদের সাথে সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক তদন্তের কাজ শুরু করেছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে ১২ জন শিক্ষার্থী গতকাল সোমবার মধ্যরাত থেকে আমরণ অনশন শুরু করেছেন। এর মধ্যে অন্তত পাঁচ শিক্ষার্থী আজ দুপুরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়ার পর নিয়ে আসা হয়েছে। এদিকে উপাচার্য পদত্যাগ না করলে
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রামদা দিয়ে কুপিয়ে এক কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন করা কবজি নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক।
১৩ মিনিট আগেবেলা ১১টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মুমূর্ষু এক যুবককে নিয়ে এসেছেন রাকিব নামের এক যুবক। তিনি বলেন, রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় কাঁচাবাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ২০ বছর বয়সী মোমিন। তিনি দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এসেছেন। আরও জানালেন, মোমিন নয়াপল্টনের এক কারখানার কর্মী।
২২ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
২৬ মিনিট আগে