Ajker Patrika

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে ২ লাইনম্যানের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০: ৩৫
নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে ২ লাইনম্যানের মৃত্যু 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও আমিন বাজার এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ও সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি চৌমুহনী অফিসের লাইনম্যান জাকির হোসেন ও আমিন বাজার জোনাল অফিসের লাইনম্যান ইব্রাহিম। 

আমিন বাজার জোনাল অফিসের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহমেদ বলেন, ‘বন্যার কারণে এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায় এবং খুঁটি পড়ে যায়। বিকেলে আমিনবাজার এলাকায় ছিঁড়ে যাওয়া একটি বিদ্যুতের লাইন মেরামত করতে যান লাইনম্যান ইব্রাহিম। পরে সন্ধ্যার দিকে আমরা জানতে পারি ইব্রাহিম বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তবে কীভাবে তিনি বিদ্যুতায়িত হয়েছেন তা জানতে পারিনি।’ 

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মাসুদুর রহমান বলেন, বিকেলে মিরওয়ারিশপুর থেকে প্রায় অর্ধশত লোক চৌমুহনী অফিসে (সদর দপ্তর) আসেন। বন্যার কারণে তাদের লাইন বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে যাওয়ায় সেটি দ্রুত মেরামত করে সচল করতে বলে। একপর্যায়ে বাধ্য হয়ে লাইনম্যান জাকির হোসেন ও রায়হান ওই এলাকায় যান। কিন্তু লাইন ছিঁড়ে পড়া এলাকার পাশে পিডিবির অন্য একটি লাইন ছিঁড়ে পানিতে পড়ে থাকার বিষয়টি কেউ জানায়নি। ফলে লাইন মেরামত করতে গিয়ে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে মারা যান জাকির হোসেন। বর্তমানে নিহতদের মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত