Ajker Patrika

মালয়েশিয়ায় উঁচু ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৬ মে ২০২৩, ১৮: ১৫
মালয়েশিয়ায় উঁচু ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় ২১ তলা উঁচু ভবন থেকে পড়ে মো. মোতালিব নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে দেশটির কনস্ট্রাকশন সাইডে ২১ তলা ভবনে কাজ করার সময় আকস্মিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

কুমিল্লায় নিহতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

স্বজনরা জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১টার দিকে কনস্ট্রাকশন সাইডে ২১ তলা ভবনে কাজ করার সময় আকস্মিকভাবে ১০ তলা ভবনে ছিটকে পড়েন মো. মোতালিব। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে কনস্ট্রাকশনের মালয়েশিয়ান মালিক ও বাংলাদেশি কমিউনিটির লোকেরা যোগাযোগ করেছেন বলে জানা গেছে। 

মো. মোতালিব (৩০) কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের আব্দুল বাতেনের ছেলে। 

স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরে মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় মোতালিবের মৃত্যুর খবর পাই।’ 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের মৃত্যুর খবর এখনো পাইনি।’ এদিকে মো. মোতালিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত