Ajker Patrika

ফটিকছড়ির ভুজপুরে মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ির ভুজপুরে মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মো. আলী আকবর (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুজপুর থানাধীন পশ্চিম ভুজপুর গ্রামের মায়ার বাপরের বাড়ি এলাকার একটি টিলার পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মো. আলী আকবর ওই এলাকার মো. শামশুল আলমের ছেলে। তিনি পেশায় একজন মিস্ত্রি। 

নিহতের পরিবারসূত্রে জানা যায়, আলী আকবর দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর আগেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘর থেকে কাউকে কিছু না বলে বের হন। দুপুর গড়িয়ে যাওয়ায় ঘরে না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে সবাই। একপর্যায়ে বসতঘর থেকে দুই কিলোমিটার দূরে তাদের বাগান বাড়িতে গেলে সেখানে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

ভূজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘বিকেলে ভূজপুর থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত