Ajker Patrika

চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিহত কলেজছাত্র মো. সাব্বির। ছবি: সংগৃহীত
নিহত কলেজছাত্র মো. সাব্বির। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র মো. সাব্বির (১৮) নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২২ মে) রাতে নগরের হালিশহর থানার সামনে এই বিক্ষোভ হয়। এ সময় সাব্বির হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় স্থানীয়রা।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ছুরিকাঘাতের ঘটনায় একটি গ্রুপের ২০-২৫ জন অংশ নিয়েছিল। এদের মধ্যে শুক্রবার পর্যন্ত চারজন গ্রেপ্তার আছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৬ মে নয়াবাজার বিশ্বরোড এলাকায় সাব্বিরকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (২১ মে) বিকেলে মারা যায় হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির। সে নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার বাসিন্দা মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র সন্তান ছিল।

নিহতের পরিবার বলেছে, মৃত্যুর আগে সাব্বির হামলাকারী কয়েকজনের নাম-পরিচয় জানিয়েছিল। ঘটনার পর সাব্বিরের বাবা মো. ইছহাক সাংবাদিকদের বলেছিলেন, মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পর আবিদ নামে এক ছেলে টিকটক করার কথা বলে তাঁর ছেলে সাব্বিরকে নয়াবাজার বিশ্বরোডে ডেকে নিয়ে যায়। সেখানে পিসি পার্ক কমিউনিটি সেন্টার গলিতে যাওয়ার পর তাকে মারধর শুরু করে। মৃত্যুর আগে সাব্বির বলেছিল, তাকে নিয়ে যাওয়ার পর চায়নিজ কুড়াল দিয়ে কোপ দেয় বিজয় নামে এক ছেলে। এরপর আবিদ, আতাউর ও রাফসান তাঁকে ছুরিকাঘাত করে। মারধরের সময় সাব্বির বাঁচার জন্য তাদের পায়েও ধরেছিল কিন্তু তারা ছাড় দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত