Ajker Patrika

চট্টগ্রাম-৪: ঈগল প্রতীকের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩: ৩৮
চট্টগ্রাম-৪: ঈগল প্রতীকের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বরাবর এ অভিযোগ জমা দেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট নিশাত ইমরান। 
 
অভিযোগে নিশাত ইমরান উল্লেখ করেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পক্ষে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের ক্রমাগত টেলিফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্যসহ নৌকা সমর্থিত অন্য ব্যক্তিরা। বলা হচ্ছে, যদি পোলিং এজেন্ট হিসেবে কাজ করে, তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। 

স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নিশাত ইমরান আজকের পত্রিকাকে জানান, এই পরিস্থিতিতে তাঁদের পোলিং এজেন্ট এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ আতঙ্কগ্রস্ত। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে প্রশাসনিক পদক্ষেপ কামনা করেন। না হলে এমন বিরূপ ও অসহিষ্ণু পরিবেশে তাঁদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না ।
 
তবে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আ ম ম দিলসাদ। তিনি জানান, নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো কোনো কাজ তাঁদের প্রার্থীর এজেন্ট বা কর্মী-সমর্থকেরা করছেন না। বরং তাঁদের অন্য প্রার্থীর এজেন্টদের প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনের নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত