Ajker Patrika

‘নদী ভাঙি জমি লইগেইয়ি, এহন ভাড়া ঘরুত তাহি’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
‘নদী ভাঙি জমি লইগেইয়ি, এহন ভাড়া ঘরুত তাহি’

‘বইন্যার পানির ঢলত নদী ভাঙি আঁর পাঁচ গণ্ড জমি লইগেইয়ি। এহন আঁরা ভাড়া ঘরুত তাহি। আবার নদী ভাঙনর ডর লাগের।’ নদী ভাঙনের শিকার চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের বাসিন্দা আবদুর রহমান এই কথা বলেন।

বঙ্গোপসাগরে চলমান নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদের তীরে ভাঙনের সৃষ্টি হয়েছে। তাতে প্রায় দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ব্লকসহ নদীতে বিলীন হয়ে গেছে।

কয়েক দিনের টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জোয়ারের তিন থেকে পাঁচ ফুট পানিতে প্লাবিত হয় জুঁইদণ্ডী ইউনিয়ন ও রায়পুর ইউনিয়নের সরেঙ্গাসহ বেশ কয়েকটি গ্রাম। বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকে বেড়িবাঁধ, বসতঘরসহ কৃষকদের ফসলি জমি বিলীন হয়ে যায়।

আজ মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে পূর্ব জুঁইদণ্ডী ঘাটঘর, পেঠান মাঝির বাড়ি এলাকার দুই কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। হাজিবাজার থেকে জহির সিকদার বাড়ি, বানুর হাট থেকে গোদারপাড় এবং রায়পুর ইউনিয়নের শঙ্খ নদের দক্ষিণ সরেঙ্গার ১০০ মিটার বেড়িবাঁধের নিচের অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে।

রায়পুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, পানির আঘাতে দক্ষিণ সরেঙ্গা গ্রামের ১০০ মিটার বাঁধের ব্লক ভেঙে গেছে।

জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিন বাবু বলেন, জুঁইদণ্ডী গ্রামের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। সামনে পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেলে সরেঙ্গা গ্রাম পানিতে তলিয়ে যাবে। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’

আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের শঙ্খ নদীর তীরে বেড়িবাঁধে ভাঙনজুঁইদণ্ডী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘শঙ্খ নদে ভাঙনে জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন সৃষ্টি হয়েছে বাঁধে। বিষয়টি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে জানানোর পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। আশা করছি, পানি উন্নয়ন বোর্ড দ্রুত কাজ শুরু করবে।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শহীদ আজকের পত্রিকাকে বলেন, শঙ্খ নদের ভাঙনে বেড়িবাঁধের অংশে শিগগিরই জিও ব্যাগ ফেলাসহ সংস্কার কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত