Ajker Patrika

ফেনীতে মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপরে

ফেনী সংবাদদাতা
ফেনীতে মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপরে

ঘূর্ণিঝড় রিমাল ও ভারতীয় উজানের ঢলে ফেনীর মুহুরি নদীতে পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুহুরি নদীর পানি বিপৎসীমার ৫০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি প্রবাহ কমতে থাকে। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বৃষ্টি বন্ধ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির প্রবাহ কিছুটা কমেছে। তবে বৃষ্টি হলে আবারও প্রবাহ বেড়ে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় উজানের কারণে মুহুরি নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।’ 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টার পর থেকে মুহুরি নদীর পানি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টায় নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে ফুলগাজী বৈরাগপুর এলাকায় বাঁধের একটি অংশে পানি প্রবেশের শঙ্কা দেখা দিলে আমরা মেরামত করেছি।’ বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়তে পারে বলে জানান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত